• ডেকেও চিকিৎসক না আসার অভিযোগ, গুয়াহাটিগামী অমৃতসর এক্সপ্রেসে মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর
    প্রতিদিন | ২০ জুলাই ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: চলন্ত ট্রেনে মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর! সঠিক সময়ে চিকিৎসক না আসার অভিযোগ যাত্রীদের। ঘটনাটি ঘটেছে গুয়াহাটিগামী অমৃতসর এক্সপ্রেসে। নিউ আলিপুরদুয়ারে চিকিৎসক এসে যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন।

    মৃত প্রাক্তন ওই সেনাকর্মীর নাম মোহর সিং। তিনি অম্বালার বাসিন্দা। অমৃতসর এক্সপ্রেসে গুয়াহাটি যাচ্ছিলেন। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। চিকিৎসককে খবর দেওয়া হয়। নিউ কোচবিহার স্টেশনেও চিকিৎসক আসেনি বলে অভিযোগ। অসুস্থ ব্যক্তিকে নিয়েই ট্রেন পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেয়। নিউ আলিপুরদুয়ার স্টেশনে গাড়ি থামলে চিকিৎসক আসেন। অসুস্থ সেনাকর্মীকে পরীক্ষা করেন তিনি। তারপরই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

    যাত্রীরা জানিয়েছেন, ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ার পরপরই চিকিৎসক চেয়ে রেলের হেল্পলাইন নম্বরে ফোন করা হয়। কন্ট্রোল থেকে জানানো হয়, চিকিৎসক ডাকা হচ্ছে। তারপরও ডাক্তার আসেনি বলে অভিযোগ। অবশেষে যখন চিকিৎসক আসেন ততক্ষণে সব শেষ! সঠিক সময়ে চিকিৎসক এলে তাঁকে বাঁচানো যেত বলে আক্ষেপ সহযাত্রীদের। ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন যাত্রীরা। এক সহযাত্রী বলেন, “আমি পিছনের দিকে ছিলাম। ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু বলতে পারব না। তবে কোনও চিকিৎসককে দেখিনি। ঠিক সময়ে ডাক্তারের আসা উচিত ছিল।” ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
  • Link to this news (প্রতিদিন)