সুমন করাতি, হুগলি: নৃশংস ঘটনা হুগলির হরিপালে। একসঙ্গে পঁচিশটি পথ সারমেয়কে খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা। তার মধ্যে ৪টি সারমেয়ের মৃত্যু হয়েছে। ছয়টি কুকুর নিখোঁজ। বাকিদের চিকিৎসা চলছে। কিন্তু তাদের শারীরিক অবস্থা খারাপ। এই ঘটনায় নিন্দার ঝড়জেলাজুড়ে। অজ্ঞাতপরিচিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে একটি পশুপ্রেমি সংস্থা। স্থানীয়রাও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
হরিপাাল থানার নালিকূলের হরিহরপুর পূর্ব পাড়া গ্রামে স্থানীয়রা একাধিক পথ কুকুরকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন আশ্রয় হোম এন্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি পশুপ্রেমি সংস্থাকে। এই সংগঠনের সদস্যরা এসে পথ কুকুরগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। অসুস্থ সারমেয়গুলির চিকিৎসা করা হচ্ছে। এরপরই হরিপাল থানায় ইমেল করে অভিযোগ দায়ের করা হয়। পশুপ্রেমি সদস্যরা থানাতেও যান। পুলিশের কাছে মৃত সারমেয়গুলির ময়নাতদন্তের দাবি জানানো হয়েছে।
এদিকে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রাও। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের ধরা হোক বলে দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জেলায়। দোষীদের কঠোর থেকে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাসিন্দারা।