বহরমপুরের স্বর্ণময়ী রোডে একটি বিলাসবহুল আবাসনে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। নির্যাতিতা এক চিকিৎসকের কন্যা। ওই চিকিৎসকের অভিযোগ, নিরাপত্তারক্ষী আবাসনে দীর্ঘদিন ধরে চাকরি করেন। সেই সূত্রে, শনিবার রাতে অভিযুক্ত নিরাপত্তারক্ষী নাবালিকাকে আবাসনের ছাদের বাগানে নিয়ে যান। উপর থেকে এলাকা দেখতে সুন্দর লাগে এই বলে নাবালিকা নিয়ে গিয়ে তার উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ।
শনিবার রাতে নাবালিকার অভিভাবক অভিযোগ করেন তাঁর নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন করেছেন তাঁর ফ্ল্যাটেরই নিরাপত্তারক্ষী। অভিযোগ পেয়ে গতকাল গভীর রাতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালালায়। পুলিশের দাবি, তাঁদের দেখেই টোটো করে পালিয়ে যাচ্ছিল ওই নিরাপত্তারক্ষী। তাকে পাকড়াও করে বহরমপুর থানায় নিয়ে আসেন তদন্তকারীরা। বিএনএস ৬৫ (১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হচ্ছে।