কলকাতা STF-এর সাহায্যেই জালে পাটনা গুলি কাণ্ডের অভিযুক্তরা, ধন্যবাদ জানাল বিহার পুলিশ
প্রতিদিন | ২০ জুলাই ২০২৫
অর্ণব আইচ: পাটনার হাসপাতালে আনন্দ মিশ্রের খুনের ঘটনায় কলকাতার নিউটাউন থেকে গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী। সেই ঘটনায় কলকাতা পুলিশ বিহার এসটিএফকে বিশেষ সাহায্য করেছে। ধন্যবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করল বিহার পুলিশ। তবে সরকারিভাবে জানানো হল ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে কলকাতা পুলিশের এসটিএফ-এর হাতে আনন্দপুর থেকে ধরা পড়েছে আরও পাঁচ জন। সিসিটিভির ফুটেজে পাওয়া পাটনার দুষ্কৃতীদের একটি সাদা রঙের গাড়ির সূত্র ধরে এসটিএফ ৫ জনকে আটক করে বিহার পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ৫ জনের সঙ্গে এক মহিলাও রয়েছেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে মোট ১০ জনকে গ্রেপ্তার ও আটক করা হল। সেই তথ্য অবশ্য দেয়নি বিহার পুলিশ।
পাটনা গুলি কাণ্ডে শনিবার ভোরে কলকাতার নিউ টাউনের এক আবাসন থেকে পাঁচ জনকে আটক করা হয়। পটনা পুলিশ এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ ভাবে হানা দিয়েছিল নিউ টাউনে। বিধাননগর পুলিশের এক কর্তা জানান, এই অভিযানে আটক হওয়া পাঁচ অভিযুক্তের দু’জন একটি নামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকিরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। গত কয়েক মাস ধরে তারা সাপুরজি আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকত। বাড়িওয়ালা বিধাননগর কমিশনারেটে তাদের সম্পর্কে তথ্যও জমা দিয়েছেন।
আজ, রবিবার বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, এই অভিযানে কলকাতা পুলিশ এবং কলকাতা এসটিএফ বিহার পুলিশকে সব রকম সাহায্য করেছে। কলকাতা পুলিশ একটি বিশেষ দল গঠন করেছিল বলে জানিয়েছে বিহার পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে পাটনার পারস হাসপাতালের আইসিইউতে ঢুকে ২০৯ নম্বর কেবিনে শুয়ে থাকা কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে মূল শুটার তৌসিফ রাজা ও তার চার সঙ্গী। হাসপাতালের বেডেই গুলিতে মৃত্যু হয় চন্দনের। তৌসিফই হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত বলে জানিয়েছে বিহার পুলিশ।