• ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! একুশের সমাবেশে বাদ সাধবে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দপ্তর? 
    প্রতিদিন | ২০ জুলাই ২০২৫
  • নিরুফা খাতুন: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বুধবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত।  বৃহস্পতিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। বুধবার থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপে ভিজবে গাঙ্গেয় বাংলা। ভারী থেকে অতিভারী বৃষ্টি বৃহস্পতিবার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গে ২২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।

    আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদে। সোম এবং মঙ্গলবার মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। 

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধবে। তার জেরে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।  অতিভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব-পশ্চিম, মেদিনীপুর, বীরভূমে।

    রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃহস্পতিবার নিম্নচাপের জেরে ভিজবে কলকাতা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। 

    অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।
  • Link to this news (প্রতিদিন)