• লাঞ্চ-ডিনারের মেনুতে মাছ নেই! বাঁকুড়ার এই গ্রামে হলোটা কী?
    এই সময় | ২০ জুলাই ২০২৫
  • বাঁকুড়ার ওন্দা বাজারে বন্ধ মাছ বিক্রি। বাজারের সংকীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণেই ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার থেকেই অচলাবস্থা চলছে সেখানে। একাধিকবার জেলা প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কোনও লাভ হয়নি বলে দাবি। সমস্যার সমাধান না হওয়া অবধি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলে রবিবারও চিত্রটা খুব একটা বদল হলো না। যার ফলে দুপুর বা রাতের খাবারের মেনুতে মাছ বাদ পড়েছে অনেক বাড়িতেই।

    সূত্রের খবর, দিন কয়েক আগে স্থানান্তরিত হয়েছে ওন্দা বাজার। আগে যেখানে বাজার বসত, তার পাশের একটি এলাকায় নতুন বাজার বসার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ, সেই জায়গা এতটাই সংকীর্ণ যে, বেচা-কেনা করতে এসে সমস্যায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতা উভয়েই। এ ছাড়াও, নতুন বাজারটি যেখানে বসছে সেখানের পরিবেশ অস্বাস্থ্যকর। ব্যবসায়ীদের আরও অভিযোগ, বাজারের মাথায় যে টিনের শেড দেওয়া হয়েছে সেটিও ভাঙা এবং ফুটো।

    স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং পুলিশ প্রশাসনকে সমস্যার কথা একাধিকবার জানানো হয়েছে। কিন্তু অভিযোগ খতিয়ে দেখা হয়নি, এমনটাই দাবি মাছ বিক্রেতাদের। তাই এ বার সমস্যার সমাধানে মাছ বিক্রি বন্ধ করে দিয়েছেন বিক্রেতারা। গত তিন ধরে মাছ বিক্রি বন্ধ করে আন্দোলনে নেমেছেন বাঁকুড়ার ওন্দা বাজারের ২১ জন মাছ বিক্রেতা। মাছ ব্যবসায়ীদের দাবি, বাজারের জন্য পর্যাপ্ত স্থান না দেওয়া হলে তাঁরা মাছ বিক্রি করবেন না।

    মাছ বিক্রেতা রশিকা রাউত বলেন, ‘মাছ বিক্রি করার জন্য যে জায়গা বরাদ্দ করা হয়েছে, তাতে আমাদের সমস্যা হচ্ছে। চারিদিকে পড়ে রয়েছে নোংরা-আবর্জনা। প্রশাসনকে বারবার জানানো হলেও, তেমন কোনও উত্তর মেলেনি। আমাদের অন্য জায়গা দেওয়া হোক।’

  • Link to this news (এই সময়)