• গড়পঞ্চকোটে মন্দিরের পথে বেড়া, বিতর্ক
    আনন্দবাজার | ২০ জুলাই ২০২৫
  • মন্দিরক্ষেত্র এলাকায় তাঁদের জমির পাট্টা দিয়েছে প্রশাসন। এই দাবিতে পাট্টাদারেরা জমি ঘিরে দেওয়ায় পুরুলিয়া জেলার গড়পঞ্চকোট পাহাড়ের পঞ্চরত্নের মন্দির-সহ অন্য মন্দিরগুলিতে যাতায়াতের রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এলাকা দখলমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় ‘ধারা উন্নয়ন সমিতি’। আশ্বাস দিয়েছে প্রশাসন।

    গড়পঞ্চকোট পাহাড়কে রাজ্যের পর্যটন-মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। সেই লক্ষ্যে রাজ্য হেরিটেজ কমিশন পাহাড়ে শিখর রাজবংশের তৈরি মন্দির ও স্থাপত্যগুলি সংস্কারে হাত দিয়েছে। সেখানে চার কোটি টাকার কাজ হয়েছে। এই অবস্থায় সংস্কার হওয়া পঞ্চরত্নের মন্দিরের সামনের জায়গা পাট্টাদারেরা বেড়া দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে। সমিতির অন্যতম কর্মকর্তা স্বপন রায়ের দাবি, বহু বছর আগে পাহাড়ের গড়পঞ্চকোট মৌজার ৮৪৬ দাগের একাংশে ৩.২৩ একর জমি চাষের জন্য দশ জনকে পাট্টা দেয় প্রশাসন। এখন লাঙল দিয়ে বেড়া দিয়েছে পাট্টাদারেরা। সমিতির সম্পাদক দিলীপ দে, কর্মকর্তা স্বপন রায়েরা বলেন, “প্রশাসনের কাছে ওই পাট্টাদারদের অন্যত্র জমি দেওয়ার দাবি জানিয়েছি।”

    এক পাট্টাদার শ্যামল কৈবর্ত্যের দাবি, পাহাড়ের ওই এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে না। কিন্তু লোকজনের যাতায়াতে তাঁদের চাষের জমি নষ্ট হচ্ছে। তাই বেড়া দিয়েছেন। মহকুমাশাসক (রঘুনাথপুর) বিবেক পঙ্কজ বলেন, “গড়পঞ্চকোট পাহাড়ের মন্দিরক্ষেত্র এলাকায় পাট্টা খারিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)