মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা! ২১ জুলাইয়েই শুনানি প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চে
আনন্দবাজার | ২০ জুলাই ২০২৫
স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। তাদের বক্তব্য, গত ৩ এপ্রিল এসএসসি মামলার রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় নিয়ে ইচ্ছাকৃত ভাবে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোমবার ওই মামলাটি শুনবে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার তিন সদস্যের বেঞ্চে শুনানি রয়েছে। বেলা ১১টা নাগাদ মামলাটি শুনবে শীর্ষ আদালত।
চলতি বছর গত ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। অভিযোগ, সে দিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে নানা বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যা আদালত অবমাননার শামিল। ওই মর্মে গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সূত্রের খবর, মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য, নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দিয়েছেন।
অন্য দিকে, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে তৃণমূল। তাদের এক নেতার কথায়, যে হেতু মামলাটি দায়ের হয়েছে, তাই বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না। তবে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার পদক্ষেপ করেছে।