• ২১ জুলাই সভার জন্য তিনশোর উপরে বাস যাবে কলকাতায়
    আনন্দবাজার | ২০ জুলাই ২০২৫
  • এ বারে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের জন্য বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা থেকে তিনশোর উপরে বাস যাবে কলকাতায়। সেই সঙ্গে ছোট গাড়ি, ট্রেন তো রয়েছে।

    এত পরিমাণ বাস কলকাতায় যাওয়ার ফলে বিগত বছরগুলির মতো এ বারে ২০-২১ জুলাই মুর্শিদাবাদের রাস্তা থেকে যাত্রিবাহী বাস উধাও হয়ে যাবে না তো? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বরাবরই ২১ জুলাইয়ের সমাবেশের জন্য জেলা থেকে প্রচুর বাস কলকাতায় যায়। যার জেরে ২০-২১ জুলাই তো বটেই, ২১ জুলাইয়ের পরের দিনও কোথাও কোথাও বাস পেতে সমস্যায় পড়েন জেলার বাসিন্দারা।

    তবে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘মুর্শিদাবাদের স্থানীয় রুটের বাস আমরা নিচ্ছি না। দূরপাল্লায় চলাচল করে এমন বাস এবং ট্যুরিস্ট বাস মিলিয়ে তিনশোর উপরে বাস আমরা ভাড়ায় নেব। সেগুলি মুর্শিদাবাদ ছাড়াও হুগলি, বীরভূম, বর্ধমান থেকে নেওয়া হচ্ছে। যার ফলে ২১ জুলাইয়ের কিংবা তার আগের বা পরের দিন মুর্শিদাবাদের স্থানীয় রুটে বাস পেতে যাত্রীদের অসুবিধা হবে না।’’

    এবারে ২১ জুলাইয়ের সমাবেশ তৃণমূলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির মধ্যে দিয়ে কার্যত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেবে তৃণমূল। তৃণমূল এই সমাবেশে বেশি সংখ্যক কর্মী-সমর্থক হাজির করাতে চাইছে। তৃণমূল সূত্রের খবর, এ বারে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা থেকে ৪০ হাজারের উপরে কর্মী সমর্থক নিয়ে কলকাতায় যেতে চাইছে।

    জেলার তৃণমূলের কর্মী সমর্থকদের একটি বড় অংশ লালগোলা শিয়ালদহ এবং আজিমগঞ্জ হাওড়া রুটের বিভিন্ন ট্রেন ধরবেন। পাশাপাশি বীরভূমের সাঁইথিয়া লাগোয়া মুর্শিদাবাদের অনেকেই সাঁইথিয়া স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতার সমাবেশে রওনা দেবেন। এ ছাড়া তিনশোর উপরে বাস ভাড়া করা হয়েছে। সেই সঙ্গে যে সব তৃণমূলের কর্মী সমর্থক, নেতাদের ছোট গাড়ি রয়েছে সেই গাড়িতে তাঁরা যেমন যাবেন, তেমনই ছোট গাড়ি ভাড়া করেও অনেকে যাবেন।

    কলকাতার সমাবেশে কবে থেকে মুর্শিদাবাদের কর্মী সমর্থকেরা যেতে শুরু করবেন? জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘আজ রবিবার থেকে কর্মী সমর্থকেরা কলকাতায় যেতে শুরু করবেন। আগের দিন রাতে কলকাতায় কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সেখানে কর্মী সমর্থকেরা আগের দিন থেকেই জড়ো হবেন।’’ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি ভীষ্মদেব কর্মকার বলেন, "আজ রবিবার সকালে ভাগীরথী এক্সপ্রেস ট্রেন দিয়ে কলকাতামুখী যাত্রা শুরু হবে। বিকেলের হাজারদুয়ারিতে সব থেকে বেশি কর্মী সমর্থক যাবেন। এ ছাড়া বাস ছোট গাড়িও যাবে।’’

    মুর্শিদাবাদ জেলা বাস ব্যবসায়ী সংগঠনের মুখপাত্র শান্তনু সাহা বলেন, ‘‘ট্যুরিস্ট বাস অধিকাংশ ক্ষেত্রে ভাড়া নিয়েছে। স্থানীয় রুটের এখনও পর্যন্ত খান পঞ্চাশেক বাস ভাড়া নিয়েছে বলে আমরা জেনেছি।’’
  • Link to this news (আনন্দবাজার)