কলকাতায় আবার ভারী বৃষ্টির সতর্কতা, সাগরে নিম্নচাপ অঞ্চলের ভ্রুকুটি! কবে থেকে ফের দুর্যোগ
আনন্দবাজার | ২০ জুলাই ২০২৫
বর্ষার বৃষ্টিতে বিরামের লক্ষণ নেই। প্রায় প্রতি দিনই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে কলকাতা এবং শহরতলিতে। কখনও মুষলধারে, কখনও ঝিরঝিরে বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। এর মাঝে আলিপুর আবহাওয়া দফতর খুব একটা আশার কথা শোনাতে পারছে না। কারণ, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল গঠনের পরিস্থিতি তৈরি হয়েছে। তার ফলে আবার শহরে ভারী বর্ষণের সম্ভাবনা।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃহস্পতিবার অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের অন্য কোনও জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে সর্বত্রই।
উত্তরবঙ্গের পাঁচটি জেলায় রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এ ছাড়া উত্তর দিনাজপুরেও রবিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার সতর্কতা রয়েছে শুধু দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। তা চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। আপাতত মঙ্গলবারের পরে উত্তরবঙ্গে আর কোনও সতর্কতা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার, ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এ ছাড়া, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে অত্যন্ত সক্রিয়। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে। যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম।