• গোয়েন্দা পরিচয় দিয়ে বর্ডারে নজরদারি! জলপাইগুড়িতে গ্রেপ্তার হওয়া যুবককে ঘিরে রহস্য
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গোয়েন্দা পরিচয় দিয়ে জলপাইগুড়িতে গ্রেপ্তার হওয়া যুবককে ঘিরে রহস্য বাড়ছে। রবিবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিস সাতদিনের হেফাজত চায়। কিন্তু, বিচারক ধৃতকে দুদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন মামলার সরকার পক্ষের আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়।ওই যুবকের সঙ্গে তার সঙ্গী আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন তাদেরও আদালতে পেশ করা হয়। ওই দুজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে, অভিষেক রায় নামে জলপাইগুড়ি দেশবন্ধুনপাড়ার বাসিন্দা এক যুবক নিজেকে গোয়েন্দা বিভাগের আধিকারিক দাবি পুলিস স্টিকার লাগানো একটি গাড়ি নিয়ে বাংলাদেশ সীমান্তে ঘোরাঘুরি করছিলেন। তিনি কিছু সীমান্ত এলাকার ছবিও তোলেন। বিএসএফ বিষয়টি দেখতে পেয়েই ওই যুবকের পরিচয় জানতে চায়। তখন সে নিজেকে কখনও গোয়েন্দা অফিসার, কখনও প্রধানমন্ত্রীর অফিসের আধিকারিক বলে পরিচয় দেয়। এরপর বিএসএফ যুবকের কাছে পরিচয় পত্র দেখতে চায়। কিন্তু তেমন কিছু ওই যুবক দেখাতে না পারায় তাকে আটক করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ।
  • Link to this news (বর্তমান)