স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকার ছেলেকে অপহরণ! কুলি সেজে খড়্গপুর স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের
প্রতিদিন | ২১ জুলাই ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকার নাবালক ছেলে অপহরণ করা হয় বলে অভিযোগ। স্ত্রীকে ফিরিয়ে না দিলে ওই ছেলেকে ‘খুন’ করা হবে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে কুলি সেজে নাবালক উদ্ধার অপারেশন চালায়। খড়্গপুর স্টেশন থেকে শনিবার রাতে উদ্ধার হল ওই নাবালক। গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকেও। ধৃত ব্যক্তির নাম বৃন্দাবন মণ্ডল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকার।
জানা গিয়েছে, কুলতলি এলাকার বাসিন্দা বৃন্দাবন মণ্ডলের। কিছুদিন আগে বৃন্দাবনের স্ত্রী তাঁকে ছেড়ে বাপেরবাড়ি চলে যান। তারপরই স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার জন্য একাধিক চেষ্টা শুরু করেন ওই ব্যক্তি। কিন্তু কোনও কিছুতেই স্ত্রীকে ফিরে না পেয়ে শ্যালিকার নাবালক ছেলেকে বৃন্দাবন অপহরণ করেন বলে অভিযোগ। পরে শ্যালিকার বাড়িতে ফোন করে বৃন্দাবন জানিয়েছিলেন, স্ত্রীকে ফিরিয়ে দিলে ছেলেকে ছেড়ে দেওয়া হবে। পুলিশকে জানালে নাবালককে ‘খুন’ করা হবে বলেও হুমকিও দেওয়া হয়। জানা যায়, ওই নাবালককে অপহরণ করে অন্ধ্রপ্রদেশ নিয়ে যাওয়া হয়েছে।
এরপরেই কুলতলি থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানায় ওই নাবালকের পরিবার। কুলতলি থানার পুলিশ ওই নাবালককে উদ্ধারের জন্য একটি বিশেষ দল তৈরি করে। নাবালকের পরিবারকে দিয়ে বৃন্দাবনকে ফোন করিয়ে জানানো হয়, তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু তার পরিবর্তে খড়্গপুর রেল স্টেশনে ওই নাবালককে ফিরিয়ে দিতে হবে। সেই শর্তে রাজি হন বৃন্দাবন। শনিবার রাতেই কুলতলি থানার পুলিশ পৌঁছে যান পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর রেল স্টেশনে। কুলির বেশে স্টেশন চত্বরে ছড়িয়েছিটিয়ে থাকেন তদন্তকারী দলের সদস্যরা।
অন্ধ্রপ্রদেশ থেকে আসা ট্রেন খড়্গপুর স্টেশনে পৌঁছতেই বৃন্দাবনকে ওই নাবালককে নিয়ে একটি কামরা থেকে নামতে দেখা যায়। কাউকে কিছু বুঝতে না দিয়ে কুলির ছদ্মবেশে থাকা তদন্তকারীরা তাঁদের কাছে পৌঁছে যান। কিছু বুঝে ওঠার আগেই পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। উদ্ধার করা হয় নাবালককে। রাতেই বৃন্দাবনকে গ্রেপ্তার করে নিয়ে কুলতলির উদ্দেশ্যে রওনা হন তদন্তকারীরা। আজ, রবিবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। উদ্ধার হওয়া ছেলেকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন তদন্তকারীরা।