• ‘রক্তের বন্যা বয়ে গিয়েছিল এখানেই’, কেন ধর্মতলায় শহিদ দিবস? ইতিহাস স্মরণ মমতার
    প্রতিদিন | ২১ জুলাই ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই একুশে জুলাই, তৃণমূলের শহিদ দিবস। তার আগে রবিবার সন্ধ্যায়, ধর্মতলার সভামঞ্চ থেকে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের সেই ভয়ংকর স্মৃতি মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ধর্মতলাতেই শহিদ দিবস পালন, আরও একবার তার কারণ ব্যাখ্যা করলেন তিনি।

    সিপিএম আমলের অত্যাচারের কথা স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন, “ওরা কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না। আমাদের দাবি ছিল, সচিত্র পরিচয়পত্র। সেই সময় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল। সিপিএমের কোনও ক্ষমতা ছিল না তা থামানোর। তাই গণতন্ত্রের কণ্ঠরোধের জন্য ওরা গুলি চালিয়েছিল। ১৩ জন মারা যান। ১৫০ আহত হন।” এরপরই মমতা বলেন, “৩৩ বছর ধরে এই জায়গায় প্রোগাম করি। কারণ, এখানেই অনেক প্রাণ লুটিয়ে পড়েছিল, রক্তের বন্যা বয়েছিল।” ধর্মতলায় ২১ জুলাই পালনে আপত্তি নিয়েও এদিন সরব হলেন মমতা। বললেন, “আমাদের এই প্রোগাম নিয়ে অনেকের আপত্তি। কিন্তু তারা যখন প্রোগ্রাম করে পুলিশের অনুমতি নেয়? অনুমতি না মিললেও তারা জমায়েত করে।” এরপরই মমতার প্রশ্ন, “আমরা তোমাদের মতো প্যারালাল প্রোগ্রাম করি?” এক্সহ্যান্ডেলে বীরশহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)