• স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সদস্যের সন্তানকে অপহরণ, কুলি সেজে ‘গুণধর’-কে পাকড়াও পুলিশের
    এই সময় | ২১ জুলাই ২০২৫
  • বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। আর তা মেনে নিতে না পেলে স্ত্রীর আত্মীয়র নাবালক সন্তানকে অপহরণ করে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। পুলিশ সূত্রে খবর, শম্পা মণ্ডল নামে এক মহিলার নাবালক সন্তানকে অপহরণ করে অন্ধ্রপ্রদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল বৃন্দাবন মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শম্পা বৃন্দাবনের স্ত্রীর আত্মীয়। এ দিকে ছেলেকে ফিরে পেতে কুলতলি থানার দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। 

    তাঁর অভিযোগ ছিল, স্ত্রীর সংসার ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারেননি বৃন্দাবন। তাই তাঁর সন্তানকে অপহরণ করে ব্ল্যাকমেল করার ফাঁদ পাতেন ওই ব্যক্তি। অপহরণের পরে শম্পাকে ফোন করেন বৃন্দাবন। তাঁর দাবি ছিল, যতক্ষণ না পর্যন্ত তাঁর স্ত্রী ফিরে আসছে, ততক্ষণ ওই নাবালককে ছাড়া হবে না। এমনকী, পুলিশকে বিষয়টি জানালে নাবালককে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

    শম্পার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে কুলতলি থানা। গঠন করা হয় পুলিশের একটি বিশেষ দলও।  শম্পার মাধ্যমে বৃন্দাবনকে বোঝানো হয়, খড়্গপুর স্টেশনে নাবালককে ফিরিয়ে দিলেই স্ত্রীকে ফেরত পাবেন তিনি। আর তাতে রাজি হয়ে যান ওই ব্যক্তি। 

    এর পরে শনিবার রাতে কুলির ছদ্মবেশে খড়্গপুর স্টেশনে বৃন্দাবনের জন্য অপেক্ষা করেন পুলিশকর্মীরা। নির্ধারিত সময় মতো বৃন্দাবন ওই নাবালককে নিয়ে সেখানে পৌঁছন। সেই সময়েই তাঁকে পাকড়াও করে পুলিশ। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আপাতত ওই নাবালক সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। 

  • Link to this news (এই সময়)