জমি-বাড়ি রেজিস্ট্রেশনে বিরাট উদ্যোগ রাজ্যের, ব্যবহার হবে ফেস রিকগনিশন প্রযুক্তি
হিন্দুস্তান টাইমস | ২১ জুলাই ২০২৫
জমি বা বাড়ি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরাপদ করতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এবার রেজিস্ট্রি অফিসে মালিকানা যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে ফেস রিকগনিশন প্রযুক্তি। রাজ্যের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি দফতর সূত্রে জানা গিয়েছে, ক্রেতা, বিক্রেতা ও সাক্ষীদের মুখমণ্ডল স্ক্যান করে তাদের পরিচয় যাচাই করা হবে। এতে জালিয়াতি যেমন ঠেকানো যায় তেমনি মালিকানা নিয়েও ভবিষ্যতে কোনও বিতর্ক থাকবে না।
বর্তমানে রেজিস্ট্রেশনের সময় ব্যক্তিদের দশ আঙুলের বায়োমেট্রিক, ছবি ও ই-সিগনেচার নেওয়া বাধ্যতামূলক। এবার সেই সঙ্গে যোগ হচ্ছে মুখের ডিজিটাল স্ক্যান। এই ভেরিফিকেশন পদ্ধতি রেজিস্ট্রি অফিসেই করতে হবে এবং সেই জন্যই তৈরি হচ্ছে একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ। এটি শুধু রেজিস্ট্রি অফিস চত্বরে ব্যবহার করা যাবে। 'জিও-ফেন্সিং' প্রযুক্তির মাধ্যমে এই অ্যাপ ব্যবহারের পরিসর সীমাবদ্ধ রাখা হবে নির্দিষ্ট অফিস এলাকায়। নয়া প্রযুক্তি চালু হলে আর হাতের বায়োমেট্রিকে বারবার ব্যর্থতার সমস্যা থাকবে না। ফেস রিকগনিশন অনেক দ্রুত, নির্ভুল ও ব্যবহারকারী বান্ধব বলে মনে করছেন আধিকারিকরা। আর এই ব্যবস্থা সফলভাবে চালু হলে পশ্চিমবঙ্গ হবে দেশের প্রথম রাজ্য, যেখানে জমি বা বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ফেস স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই বাধ্যতামূলক হবে।
দফতরের তরফে জানানো হয়েছে, অ্যাপটির প্রযুক্তিগত অডিট প্রায় শেষ পর্যায়ে। সব কিছু ঠিকঠাক চললে খুব শিগগিরই রাজ্যের রেজিস্ট্রি অফিসগুলিতে এই নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে। প্রশাসনের মতে, এই আধুনিক উদ্যোগ বাস্তবায়িত হলে একাধিক ব্যক্তিকে ঠকিয়ে জমি বিক্রি, মালিকানা জালিয়াতি বা ভুয়ো সাক্ষ্যদানের মতো ঘটনা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এমনকি ভবিষ্যতে আইন সংশোধনের মাধ্যমে এই ফেস ভেরিফিকেশনকেই পরিচয় যাচাইয়ের প্রধান অস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনাও রয়েছে।