‘তাঁরা যখন নবান্ন অভিযান করেন অনুমতি ছাড়া..’, ২১ জুলাইয়ের আগে সুর চড়ালেন দিদি
হিন্দুস্তান টাইমস | ২১ জুলাই ২০২৫
ধর্মতলায় ২১ জুলাইয়ের সভার বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে এবার মুখ খুললে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। রবিবার ২১ জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করতে আসেন তিনি। সেখানে এসেই এই নিয়ে কথা বলেন তিনি। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মমতা বললেন, ‘পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান হলে আপত্তি কোথায় থাকে?’
সোমবার সপ্তাহ শুরুর দিনেই তৃণমূলের শহিদ দিবস। এক দিকে অফিস কাছারি, অন্যদিকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আবার এসবের মধ্যেই পালিত হবে তৃণমূলের শহিদ দিবস। তাই হাইকোর্টে নাগরিকদের অসুবিধা ও যানজট নিয়ে মামলা করেছিল বাম আইনজীবী সংগঠন। তার পরিপ্রেক্ষিতেই যান নিয়ন্ত্রণের পর্যবেক্ষণ দেন হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রবিবার সভাস্থল দেখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রায় ৩৩ বছর ধরে এই প্রোগ্রাম এখানে হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহিদ স্মরণে আমরা এখানেই করি।’
সিপিএম-র সঙ্গে সংঘাতের কথা মনে করিয়ে দিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘আমাদের আন্দোলন দমানোর ক্ষমতা ছিল না সিপিএমের। গণতন্ত্রের কণ্ঠরোধ করতে গিয়ে ওরা এমন ভাবে গুলি চালায় যে, ১৩ জন ঘটনাস্থলেই মারা যান। দেড়শো জন পুলিশের গুলিতে আহত হন।’
হাইকোর্টের পর্যবেক্ষণের কথা উল্লেখ না করলেও পরোক্ষভাবে সেই নিয়ে উষ্মা প্রকাশ করতে দেখা যায় শাসক দলের প্রধানকে। সভাস্থল থেকেই তিনি বলেন, ‘এ নিয়েও অনেকের আপত্তি আছে। আমার বক্তব্য, তারা যখন নবান্ন অভিযান করেন, পুলিশের অনুমতি ছাড়া, তখন আপত্তি কোথায় থাকে? আমাদের দেখে ওদেরও প্রোগ্রাম করতে হয়। কই আমরা তো ওদের দেখে প্রোগ্রাম করি না! তৃণমূলের থেকে শিক্ষা নেওয়া উচিত।’