• ৭৫-এই স্তব্ধ জীবন, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু হেনা
    এই সময় | ২১ জুলাই ২০২৫
  • ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন লালগোলার প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী আবু হেনা। রবিবার রাত পৌনে ১১টা নাগাদ তিনি প্রয়াত হন। জানা গিয়েছে, সোমবার সকাল ৬টা নাগাদ তাঁর দেহ সল্টলেকের বাসভবন থেকে লালগোলার উদ্দেশে নিয়ে যাওয়া হবে।

    বহরমপুরে সোমবার সকাল ১১টা নাগাদ পৌঁছবে তাঁর দেহ। সেখানকার প্রদেশ কংগ্রেস দপ্তরে কিছুক্ষণ রাখা হবে আবু হেনার দেহ। এর পরে লালগোলার প্রাক্তন বিধায়ককে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে।

    ১৯৫০ সালে ৩১ জানুয়ারি মুর্শিদাবাদের লালগোলায় জন্ম আবু হেনার। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের বড় পুত্র ছিলেন আবু হেনা। তিনি পেশায় আইনজীবী হলেও বাবার মৃত্যুর পরে রাজনীতিতে পা রাখেন। ১৯৯১ সালে লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম জয়ী হন আবু হেনা। ২০২১ সাল পর্যন্ত তিনি লালগোলার কংগ্রেস বিধায়ক ছিলেন।

    ২০১১ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালনের মন্ত্রী হয়েছিলেন। বর্তমানে আবু হেনা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি পদে ছিলেন।

  • Link to this news (এই সময়)