জল্পেশ মোড়ে ৩ আগস্ট ভাণ্ডারা দেবে পান্ডাপাড়া বউবাজার কালীবাড়ি কমিটি
বর্তমান | ২১ জুলাই ২০২৫
সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ১৫ বছর ধরে শ্রাবণী মেলায় আসা ভক্তদের সেবায় নিয়োজিত হয়ে আসছে জলপাইগুড়ির পান্ডাপাড়া বউবাজার কালীবাড়ি কমিটি। এবছরও তারা শ্রাবণী মেলায় ভক্তদের সুবিধার্থে ও সেবা করতে ভাণ্ডারা দিচ্ছে। উত্তর মাধবডাঙ্গায় জল্পেশ মোড়ে ৩ আগস্ট তারা ভাণ্ডারা দেবে। ইতিমধ্যেই কমিটির সদস্যরা ময়নাগুড়ি থানায় ভাণ্ডারা দেওয়ার বিষয়ে লিখিত আবেদন জমা করেছেন। রবিবার পান্ডাপাড়া বউবাজার কালীবাড়ি কমিটির সদস্যরা ভাণ্ডারা দেওয়ার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এদিন এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য জয়ন্ত ভৌমিক, সুমন সরকার, গৌরব বারুই, শুভ্রজিৎ শুর (শানু), আশানন্দ সরকার (নন্দ), বাপ্পা সরকার। এছাড়াও তাঁদের কর্মসূচির দিন উপস্থিত থাকবেন, শীলা ভৌমিক, মাম্পি সরকার, কনিকা বারুই, নন্দিনী সরকার, শেফালী সরকার, রিম্পা সরকার, আয়ূষ ভৌমিক ও শুভম সরকার সহ অন্যান্যরা।
কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁরা জল্পেশ মোড় এলাকায় একটি বাড়ির চত্বরে এই ভাণ্ডারা দেন। সে কারণে সেই বাড়ির সদস্য সত্যজিৎ রায়, বিনয় ভূষণ রায়, রেবতী ভূষণ রায়কে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। প্রতি বছর তাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানিয়েছেন এই কমিটির সদস্যরা। তাঁরা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানের বাস। সেকারণে আমরা শ্রাবণ মাসের একটি দিন বেছে নিই। সেদিন সারারাত ধরে মানুষের সেবা করার চেষ্টা করি।
জলপাইগুড়ি পাণ্ডাপাড়া বউবাজার কালীবাড়ি কমিটির পুরুষ ও মহিলা সদস্যরা ৩ আগস্ট শ্রাবণী মেলায় আসা ভক্তদের মধ্যে পানীয় জল, চকোলেট, ঠান্ডা পানীয় এবং লাল চা বিতরণ করবেন। রবিবার রাতে তাঁরা ভক্তদের মধ্যে এই সামগ্রীগুলি বিতরণ করবেন বলে জানিয়েছেন। সারারাত ধরে তাঁদের এই কর্মসূচি চলবে। কমিটির সদস্যরা বলেন, ১৫ বছর আগে আমরা শ্রাবণী মেলায় ময়নাগুড়ির জল্পেশ এসেছিলাম। সেই সময় আমাদেরকেও সহযোগিতা করেছিল অপর এক ভাণ্ডারা। এরপর আমরা কয়েকজন মিলে এই ভাণ্ডারা চালুর সিদ্ধান্ত নিই। এই সিদ্ধান্ত থেকেই শুরু হয় আমাদের এই কর্মসূচি। এবার ৩ আগস্ট আমরা সারারাত ধরে এই কর্মসূচি চালাব। নিজস্ব চিত্র