• শ্রাবণী মেলায় ভক্তদের সুবিধার্থে গাইড ম্যাপ প্রকাশ জেলা পুলিসের
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: জল্পেশে এ বছরের শ্রাবণী মেলায় জলপাইগুড়ি জেলা পুলিস প্রকাশ করল গাইড ম্যাপ। মন্দিরে আসা ভক্তদের জন্য দুটি প্রবেশপথের ব্যবস্থা করেছে প্রশাসন। অপরদিকে জর্দার উপরে থাকা পুরনো লোহার সেতু বন্ধ করা হয়েছে। ভক্তদের সুবিধার্থে গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। ময়নাগুড়ির গুরুত্বপূর্ণ স্থানগুলিতে গাইড ম্যাপ লাগিয়ে দেওয়া হবে। পুলিস অ্যাসিস্ট্যান্টস বুথগুলিতেও থাকবে এই গাইড ম্যাপ। প্রকাশিত গাইড ম্যাপে মন্দিরে প্রবেশের রাস্তা চিহ্নিত করা রয়েছে। টিকিট কাউন্টার কোথায় থাকছে, তাও জানা যাবে গাইড ম্যাপে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ভক্তদের সুবিধার্থে মন্দিরে ওয়ানওয়ে করা হয়েছে। আলাদা দুটি স্থানে টিকিট কাউন্টার রয়েছে। ভক্তরা কোথায় পার্কিং করবেন, কোথায় টিকিট কাটবেন, কোন রাস্তা দিয়ে প্রবেশ করবেন এবং কীভাবে বের হবেন সমস্ত কিছু গাইড ম্যাপে রয়েছে। মেলা শুরুর প্রথম দিন থেকেই ব্যবসায়ীরা স্টল বসিয়েছেন। মন্দির ও মেলা চত্বরে মোতায়েন রয়েছে পুলিস বাহিনী। মন্দিরে ঢোকার বিভিন্ন রাস্তাতেও রয়েছে পুলিস। সঙ্গে সিসি ক্যামেরাতেও চলবে নজরদারি।

    শ্রাবণের প্রথম সোমবার শিবের দর্শন পেতে রবিবারই বিভিন্ন জেলা থেকে ভক্তরা ভিড় জমালেন জল্পেশে। তাঁরা তিস্তায় স্নান করে জল নিয়ে যাবেন মন্দিরে। এবছর জল্পেশ মেলার মাঠে টিকিট কাউন্টার করা হয়েছে। পাশাপাশি হাতি গেটের সোজা অর্থাৎ জটিলেশ্বর মন্দির হয়ে আসার রাস্তাতেও রয়েছে টিকিট কাউন্টার। 

    সোমবারের ভিড় এড়াতে জল্পেশে অনেকে রবিবারই পুজো দেন। যেমন ক্রান্তি থেকে আসা আশিস রায়। তিনি বলেন, প্রতিবছর শ্রাবণী মেলায় আসি। এবছরও পরিবার নিয়ে বাবাকে দর্শন করলাম। পুজো দিলাম।

    এবারের মেলা নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। মেলায় স্টল দিয়েছেন মনমোহন রায়। বলেছেন, আশা করছি, এবছর ব্যবসা ভালো হবে। প্রশাসনও খুব ভালো ব্যবস্থা করেছে।
  • Link to this news (বর্তমান)