• সুখানি নদীর জলে সারাদিন ঘরবন্দি সুলকাপাড়ার নয়ালাইন
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে রবিবার  নাগরাকাটার সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের নয়ালাইনের ২৫ টি বাড়িতে সুখানি নদীর জল ঢুকল। বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ায় রান্নাবান্না বন্ধ তাঁদের। রবিবার ভোর থেকেই কার্যত জলবন্দি নয়ালাইনের মানুষ। দুপরেও জল নামেনি। এলাকার ফুলন বেগম জানান, রান্নাঘরে জল ঢুকে উনুন ভিজে গিয়েছে। সকাল থেকে কিছুই রান্না হয়নি। বাচ্চাদের কীভাবে রান্না করে খাওয়াবো জানি না।

    বানু বেগম জানান, একে তো গ্রামের রাস্তা বেহাল। বৃষ্টি হলেই রাস্তার খানাখন্দ জলে ভরে যায়। কোথায় গর্ত থাকে বোঝা যায় না। এর উপর নদীর জল ঢুকে ভোগান্তি। স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের কেউ খোঁজখবর না নেওয়ায় ক্ষোভ বাড়ছে নয়া লাইনের বাসিন্দাদের। 

    রসিদ হকের কথায়, আমাদের সমস্যা দেখার লোক নেই। রাত থেকে পুরো এলাকা জলমগ্ন হয়ে থাকলেও কেউ খোঁজ পর্যন্ত নিতে আসেননি। যদিও নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার জানান, নয়ালাইনে সিভিল ডিফেন্স কর্মীদের পাঠানো হয়েছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

    সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের প্রধান শীতল মিস্ত্রি বাইরে থাকায় তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, বাইরে আছি। জলমগ্ন এলাকার বাসিন্দাদের পাশে আমরা আছি।

    এদিন বিকেল পর্যন্তও নয়ালাইন জলমগ্ন হয়ে থাকে। বাসিন্দারা বলছেন, সুখানি নদীর জল নালার মাধ্যমে গ্রামে ঢুকে পড়েছে।  গ্রামে নিকাশিব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ।
  • Link to this news (বর্তমান)