• ইটাহারের বোয়ালতোড় গ্রামে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ইটাহার: আগে রাস্তা-তারপর ভোট। রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি বাসিন্দাদের। প্রশাসনের দুয়ারে ঘুরে চার বছরেও হয়নি রাস্তা। দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না বাসিন্দাদের। নিত্যদিন জল কাদা পেরিয়ে  যাতায়াত করতে হয় ইটাহারের বোয়ালতোড় গ্রামের শতাধিক পরিবারকে। জনপ্রতিনিধি, পঞ্চায়েতে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। ফলে রাস্তা নির্মাণের দাবিতে জমা জলে জাল ফেলে ও ধানের চারা রোপন করে প্রতিবাদ জানালেন বাসিন্দারা।

    বোয়ালতোর গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। বৃষ্টি হলে প্রায় ৫০০ মিটার রাস্তায় জল জমে থাকে। প্রায় চার বছর ধরে এমন দুর্ভোগকে সঙ্গী করে চলাচল করতে হচ্ছে। এলাকার পড়ুয়া থেকে স্থানীয়রা বাধ্য হয়ে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করেন। জমা জলে বর্ষাকালে বিষাক্ত পোকা থাকার আশঙ্কা রয়েছে। সাইকেল, বাইক ও টোটো নিয়ে যাতায়াত করতে দুর্ঘটনাও ঘটে। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই গর্ভবতীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। 

    এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, আমাদের কথা কেউ ভাবেন না। তাই প্রতিবছর এই জল কাদাকে সঙ্গী করে অসুবিধার মধ্যে আমরা যাতায়াত করি। গ্রামে অনুষ্ঠান হলে বর্ষাকালে জমা জলের জন্য আত্মীয়রা আসতে চান না। বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েতের দুয়ারে দুয়ারে ঘুরেও সমস্যার সমাধান করেননি কেউ বলে অভিযোগ। বোয়ালতোরের বাসিন্দারা অবিলম্বে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আজমাল হুসেন বলেন, বারবার প্রশাসনকে জানিয়ে কাজ হচ্ছে না। এবার রাস্তা না হলে আমরা ভোট বয়কট করব। 

    সমস্যার কথা শিকার করেছেন দুর্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিনা সরকার। তিনি জানান, রাস্তায় জমা জলের সমস্যা আছে। আমরা জরুরি ভিত্তিতে পঞ্চায়েত থেকে রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করব।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)