• ফের ভুটান থেকে নেমে আসা হড়পা বানে প্লাবিত জয়গাঁর খোকলাবস্তি
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: গত শুক্রবার রাতে আচমকা হড়পা বানের জেরে গতিপথ বদল করে ভুটান থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী পাশাখা ঢুকে পড়েছিল জয়গাঁর খোকলাবস্তিতে। পাশাখার জলে প্লাবিত হয় খোকলাবস্তির ২০-২৫টি বাড়ি। বাড়িগুলিতে বালি, নুড়ি  ও ডলোমাইটও ঢুকে পড়ে। এবার শনিবার রাতে ভুটানের যোগীখোলা ঝোরার হড়পা বানে ফের প্লাবিত হয়েছে খোকলাবস্তি। 

    পাশাখা ও যোগীখোলা ঝোরার হড়পা বানের জলে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির (জেডিএ) অধীন জয়গাঁ-১ গ্রাম পঞ্চায়েতের খোকলাবস্তির রাস্তাঘাট ঢেকে গিয়েছে ডলোমাইট ও বালি ও পলি মাটিতে। প্রতি বছর বর্ষার সময় জয়গাঁর নদী ও ঝোরাগুলি হড়পা বানের সময় ভুটান থেকে বয়ে আনছে বালি, নুড়ি ও ডলোমাইট। 

    খোকলাবস্তির স্থানীয় পঞ্চায়েত সদস্য পবন বীর মোক্তান বলেন, আগে খোকলাবস্তি, মঙ্গলাবাড়ি, তড়িবাড়ি, খারখোলা ও ডারাগাঁও এলাকার জমিতে ধান সব্জি সহ নানা ধরনের ফসলের চাষবাস হতো। কিন্তু ভুটান থেকে নেমে আসা ঝোরা নদীগুলির ডলোমাইট ও বালিতে এলাকার জমিগুলি উর্বরাশক্তি হারিয়েছে। ফলে এখন আর চাষবাস হয় না। যুব তৃণমূলের জয়গাঁ-১ অঞ্চল সভাপতি পবন বীর মোক্তান বলেন, জমিগুলি এখন বন্ধ্যা হয়ে পড়েছে। চাষবাস আর হয় না বললেই চলে।       

    জেডিএ’র চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, আমাদের ধারণা ভুটান উজানে কোথাও বাঁধের কাজ করছে। তার জন্যই পাশাখা ও ঝোরাগুলি দিয়ে ঘন ঘন হড়পা বান আসছে। কিন্তু বিষয়টি আন্তর্জাতিক। ফলে কিছু করা যাচ্ছে না। এনিয়ে রাজ্যকে জানানো হয়েছে। 

    স্থানীয়রাও বলেন, বর্ষার সময় ভুটান থেকে নেমে আসা নদী ও ঝোরাগুলিতে হড়পা বান আসে। এটা নতুন কোনও ঘটনা নয়। কিন্তু এবার যে কেন ঘন ঘন হরপা বান আসছে আমরা বুঝতে পারছি না। বিষয়টির স্থায়ী সমাধান না হলে আগামী দিনে জয়গাঁতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। এদিকে প্রতি বছর বর্ষার সময় এই বালি ও ডলোমাইট সরাতে জেডিএ’র তহবিল থেকে প্রচুর টাকা খরচ হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)