নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হেনা (৭৫)। তিনি কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। রাজ্য রাজনীতির পরিচিত মুখ আবু হেনা ১৯৯১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ছ’বারের বিধায়ক ছিলেন। ২০১১ সালে তৃণমূল ও কংগ্রেসের জোট সরকার ক্ষমতায় এলে তিনি উদ্যানপালন দপ্তরের মন্ত্রী হন। রবিবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১১টা নাগাদ বহরমপুরে তাঁর দেহ পৌঁছবে। আবু হেনার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।