• ১৯ নম্বর জাতীয় সড়কে যানজট মোকাবিলায় আজ তৎপর পুলিস
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মানকর: এমনিতেই ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ির চাপ থাকে। তারউপর সোমবার ২১ জুলাই উপলক্ষ্যে কলকাতায় যাবেন ও ফের ফিরে আসবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাই গাড়ির ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। সেই জন্য পুলিস ও প্রশাসনের তরফে রবিবার থেকেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। যান নিয়ন্ত্রণের ব্যবস্থার পাশাপাশি রাখা হচ্ছে প্রাথমিক মেডিক্যাল ব্যবস্থাপনা। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে বহু মানুষ এই রাস্তা ধরে কলকাতার দিকে যাবেন এবং ফিরবেন। স্বাভাবিক ভাবেই অন্যান্যদিনের থেকে গাড়ির সংখ্যা বেশি হবে। কাঁকসা থানার এক আধিকারিক বলেন, রাত থেকেই কলকাতামুখী পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পানাগড় শিল্পতালুকের প্রথম গেটের কাছে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ অসুবিধায় পড়লে দ্রুত যাতে নজর দেওয়া যায়, তা দেখা হবে।  বুদবুদ থানার এক আধিকারিক বলেন, বুদবুদে পুলিস ক্যাম্প করা হয়েছে। অ্যাম্বুলেন্স থাকছে। তাছাড়া ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, ব্রেক ডাউন ভ্যান রাখা হচ্ছে। তবে বুদবুদ পেরিয়ে গলসির পুরষা এলাকায় জাতীয় সড়কে কাজ হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে এক লেনে গাড়ি চলছে। প্রায়ই রাস্তায় জ্যাম হয়। কাল গাড়ির যা চাপ থাকবে তাতে জ্যাম আরও বাড়তে পারে। তিনি জানান, এক লেনে গাড়ি চলায় কোনও গাড়ি খারাপ হয়ে গেলেই যাতায়াত বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই গাড়ির বিরাট লাইন পড়ে যায়। গলসি থানার এক আধিকারিক বলেন, রাত থেকেই পুলিস মোতায়েন থাকছে। গাড়ির চাপ থাকলে একটু জ্যাম হতে পারে। তবে যেভাবে পুলিস মোতায়েন থাকবে তাতে সমস্যা হবে না।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)