লাভপুর গ্রামীণ হাসপাতালে নেই কোনও টেকনিশিয়ান, চার বছর ধরে বন্ধ এক্সরে
বর্তমান | ২১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বোলপুর: এক্স রে পরিষেবা ছাড়াই একটা হাসপাতাল চলছে! বোলপুর মহকুমার গ্রামীণ হাসপাতালে এমনই অবস্থা। কয়েক বছর ধরে এখানে এক্স রে অপারেটরের পদ শূন্য পড়ে রয়েছে। ফলে চার বছর হাসপাতালে এক্স রে পরিষেবা বন্ধ। অব্যবহারে পড়ে থেকে নষ্ট হচ্ছে মেশিন। রোগীদের পরিবারের অভিযোগ, হাসপাতালের উদাসীনতার জন্যই এতগুলি বছর পেরিয়ে গেলেও এক্স রে পরিষেবা চালু হল না। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই অনেক রোগীর আত্মীয় এক্স রে করানোর জন্য বেসরকারি প্রতিষ্ঠানের উপর ভরসা রাখছেন। আবার কোনও ক্ষেত্রে এই হাসপাতালের তরফে রোগীদের সিউড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাহাসিন মাকসুদ বলেন, টেকনিশিয়ান না থাকায় এক্স রে পরিষেবা চালু করা যাচ্ছে না। এক্স রে করার জন্য প্রয়োজন অনুযায়ী রোগীদের সিউড়ি পাঠানো হচ্ছে। বিষয়টি জেলাস্তরে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত শূন্যপদ পূরণ করে হাসপাতালে পরিষেবা চালু করা যাবে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগে জরুরি বিভাগ সংলগ্ন একটি ঘরে এক্স রে মেশিনটি চালু ছিল। সেখানেই রোগীরা পরিষেবা পেতেন। কিন্তু, চার বছর আগে হাসপাতালের একমাত্র এক্স রে টেকনিশিয়ান অবসর নেন। তারপর ওই হাসপাতালে নতুন করে কোনও এক্স রে টেকনিশিয়ান কাজে যোগ দেননি। ওই বছর থেকেই পরিষেবাও মুখ থুবড়ে পড়ে।
হাসপাতালে আসা এক রোগীর আত্মীয় সুধা দলুই বলেন, কয়েক বছর ধরে এক্স রে পরিষেবা বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। পরিকাঠামো থাকলেও পরিষেবা পাচ্ছি না। অনেক সময় এক্স রে করার জন্য রোগীকে নিয়ে সিউড়ি ছুটতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে নজর দিক।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক রোগীর আত্মীয় বলেন, হাসপাতালের সদিচ্ছা থাকলে নিশ্চয়ই কোনও উপায় হতো। কিন্তু, কর্তৃপক্ষ তো শীত ঘুমে রয়েছে। আমাদের সমস্যা দেখার কেউ নেই।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভব্রত ঘোষ বলেন, সাম্প্রতিক সময়ে ব্লক হাসপাতালের জন্য নতুন করে এক্স রে টেকনিশিয়ান পাওয়া যায়নি। ওই শূন্যপদ পূরণ করা গেলেই হাসপাতালের এক্স রে পরিষেবা চালু হয়ে যাবে। -নিজস্ব চিত্র