সিনেমা চলাকালীন যুবতীকে কটূক্তি, দুই গোষ্ঠীর হাতাহাতি
বর্তমান | ২১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিনেমা চলাকালীন হলের ভিতরেই যুবতীকে কটুক্তির অভিযোগ। তা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ এলাকায়। জানা গিয়েছে, সেই গোলমাল সিনেমা হল থেকে এসে পড়ে রাস্তায়। ফলে রীতিমতো হকচকিয়ে যায় পথচারীরা। খবর পেয়ে দ্রুত টালিগঞ্জ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দুই পক্ষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। রাত পর্যন্ত অবশ্য কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। পুলিস জানিয়েছে, অভিযোগ হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।