নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দুর্ঘটনা ঘটল মা ফ্লাইওভারে। প্রগতি ময়দান থানা এলাকায় সায়েন্স সিটির কাছে রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম হন এক বাইকচালক। পুলিস জানিয়েছে, বাইকটি চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। একটি গাড়ি ওই বাইকচালককে পিছন থেকে ধাক্কা মারে। তাঁর মাথায় হেলমেট ছিল। বাইক থেকে পড়ে যাওয়ার ফলে হেলমেট খুলে যায়। তাই মাথায় গুরুতর চোট পান তিনি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা ট্রাফিক গার্ডের পুলিস। জখম যুবককে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়েছে তাঁকে। এদিকে, বেহালা ট্রাম ডিপোর কাছে ডায়মন্ডহারবার রোডে স্কুটারের ধাক্কায় এক সাইকেল আরোহী জখম হয়েছেন। আহত কিশোরের নাম আয়ুষ দলুই। পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা সে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।