নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর রোড (উল্টোডাঙা) স্টেশনে এক মহিলা সহ চার মাদক পাচারকারী ধরা পড়ল। তাদের কাছ থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার করেছে আরপিএফ। কালোবাজারে এই মাদকের মূল্য আনুমানিক সওয়া লক্ষ টাকা। রেল সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা শনিবার রাতে শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছিল। কলকাতায় গাঁজা পাচারের ছক ছিল। এই কাজের জন্য তিন থেকে ১০ হাজার টাকা করে পারিশ্রমিক পাওয়ার কথা তাদের। আরপিএফের কাছে পাচার সংক্রান্ত আগাম খবর ছিল।
সেই সূত্রে এদিন বিধাননগরে ব্যাগপত্র নিয়ে চারজন ট্রেন থেকে নামতেই ধরা পড়ে। অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৮৫ সালের এনডিপিএস আইনে মামলা শুরু হয়েছে। চারজনের কাছ থেকে চারটি মোবাইল বাজেয়াপ্ত করে শিয়ালদহ জিআরপির হাতে তুলে দেয় আরপিএফ।