• নর্দমা থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার সাতসকালে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোল এলাকায় একটি বড় নর্দমা থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিস। মৃতের নাম মানস করি (৩২)। তাঁর বাড়ি রামরাজাতলার ব্রজনাথ লাহিড়ী লেনে। মদ্যপ অবস্থায় নর্দমায় পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিস। বেলেপোলের কাছে নর্দমার মধ্যে এদিন ভোরে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী। বিষয়টি তিনি অন্যান্য দোকানিদের নজরে আনেন। খবর দেওয়া হয় চ্যাটার্জিহাট থানায়। প্রথমে নর্দমার ভিতর থেকে দেহটি উদ্ধার করতে বেগ পেতে হয় পুলিসকে। এরপর দমকল এসে দেহটি উদ্ধার করে। যুবকের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য হাওড়া মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক মানসকে চিনতেন স্থানীয় দোকানদারদের অনেকেই।
  • Link to this news (বর্তমান)