• সন্দেহের বশে প্রেমিকার বন্ধুকে বেধড়ক মারধর, মোবাইল চুরি
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেমিকা তাকে ছেড়ে কি নতুন প্রেমে জড়িয়েছে? লিভ-ইনে থাকা যুবক সন্দেহের বসেই চড়াও হলেন তাঁর সঙ্গিনীর এক বন্ধুর উপর। ওই বন্ধুর মোবাইল চুরি ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে তরুণীর লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানা এলাকায়। তরুণীর ওই বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম রাজু বিশ্বাস। শনিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ২৪ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

    পুলিস সূত্রে খবর, রাজু বিশ্বাসের প্রেমিকার নাম পুতুল বিশ্বাস। তিনি বিবাহ বিচ্ছিন্না। সম্প্রতি রাজুর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। পর্ণশ্রী থানা এলাকায় একটি বাড়িতে তাঁরা ভাড়া থাকেন। বাড়িওয়ালা মিহির মণ্ডল বলেন, স্বামী-স্ত্রী পরিচয় দিয়েই রাজু ও পুতুল বাড়িভাড়া নিয়েছিলেন। তাঁরা যে লিভ-ইনে রয়েছেন, তা জানতাম না। তবে মাঝেমধ্যে ওই বাড়িতে আসেন পুতুলের এক বন্ধু বিশাল নস্কর। শুক্রবার রাজু অনুপস্থিতিতে ওই বাড়িতে আসেন বিশাল। পুতুলই তাঁকে ডাকেন। দুপুরে বন্ধুকে সঙ্গে নিয়েই দুপুরে খেতে বসেছিলেন ওই তরুণী। সেই সময় আচমকা বাড়িতে চলে আসেন রাজু। প্রেমিকা ও তাঁর বন্ধুকে একসঙ্গে দেখতে পেয়ে মাথায় রক্ত চড়ে যায় তাঁর। রাজুর ধারণা, বিশালের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর লিভ-ইন পার্টনারের। এরপর বেধড়ক মারধর করা হয় বিশালকে। পুতুলের বক্তব্য, বিশালের সঙ্গে তাঁর নিছক বন্ধুত্বের সম্পর্ক।

    পুলিস জানিয়েছে, পুতুলের বন্ধুর মোবাইল কেড়ে নিয়েছে অভিযুক্ত। এরপরে বাড়ির বাইরে দাঁড় করানো বিশালের বাইক ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিস। গুরুতর আহত অবস্থায় বিশালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার মামলা রুজু করে পর্ণশ্রী থানা। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় রাজুকে। পুলিস জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়িওয়ালার বয়ান রেকর্ড করা হয়েছে। আদালতে অভিযুক্তের আইনজীবী সঞ্জয় চক্রবর্তী অভিযুক্তের জামিনের আর্জি জানান। তবে সরকারপক্ষের বক্তব্য শোনার পর পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। 
  • Link to this news (বর্তমান)