২১ জুলাই ঘিরে প্রস্তুত কলকাতা পুরসভাও, জল জমা ঠেকাতে বসল অস্থায়ী পাম্প, থাকবে বাড়তি সাফাইকর্মী
বর্তমান | ২১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে বৃষ্টি হয়নি, এমনটা কার্যত বিরল। তার আগে-পরেও বৃষ্টি চলে কমবেশি। কারণ, এই সময়টাই ভরা বর্ষার মরশুম। তবে এবার জুলাইয়ের শুরু থেকে কলকাতায় বৃষ্টির দাপট অনেকটা বেশি। টানা এক-দেড় ঘণ্টা বৃষ্টির ফলে ক’দিন আগেও জলমগ্ন হয়েছে শহরের বিভিন্ন এলাকা। তেমন পরিস্থিতি আজ হলে বিস্তর সমস্যায় পড়তে হবে বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল করে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের। সভার জন্য এমনিতেই বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিস। এই অবস্থায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমলে দুর্ভোগের মধ্যে পড়বেন নিত্যযাত্রীরা। তাই আজ বৃষ্টি হলেও শহরে কোথাও যাতে জল না জমে, তার জন্য বিশেষ সতর্কতা গ্রহণ করল কলকাতা পুরসভা। রবিবার থেকেই অস্থায়ী পাম্প লাগিয়ে ভূগর্ভস্থ নিকাশি খালি করার ব্যবস্থা হয়েছে কয়েক জায়গায়। শহরে বিভিন্ন অঞ্চলে বাড়তি সাফাইকর্মী নিয়োগের পাশাপাশি ডাস্টবিন রাখা হচ্ছে মোড়ে মোড়ে। বিপুল সংখ্যক মানুষের আগমনের পরও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে পুরসভা।
উত্তর কলকাতার একটি বড় মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ধর্মতলায় আসে। এই রাস্তার সঙ্গে যুক্ত মহাত্মা গান্ধী রোড, মুক্তারামবাবু স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিটে ব্যাপক জল জমে গত কয়েকদিনের বৃষ্টিতে। তাই রবিবারই বি বি গাঙ্গুলি স্ট্রিটে অস্থায়ী পাম্প লাগানো হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় নিকাশি থেকে বাড়তি জল তুলে নালা খালি করা হয়েছে, যাতে সোমবার সকাল থেকে বৃষ্টি হলেও রাস্তায় জল না জমে। নিকাশি বিভাগ সূত্রে খবর, সবরকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুতি রাখা হচ্ছে। কোথাও ছিটেফোঁটা জলও যাতে না জমে, তার জন্য সদা সচেষ্ট রয়েছে কর্তৃপক্ষ।
সভার দিন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও তৎপর পুরসভা। গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ সহ শহরের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা রবিবারই এসে পড়েছেন। এই জায়গাগুলিতে বাড়তি সাফাইকর্মী থেকে শুরু করে বহু ডাস্টবিন রাখা হয়েছে। আজ শহরজুড়ে প্রায় ৭৫০ সাফাইকর্মী মোতায়ন থাকবে বলে জানিয়েছে পুরসভা। থাকছে ২৫ টি বাড়তি চলমান কম্প্যাক্টর। পাঁচটি স্বয়ংক্রিয় সুইপার। উদ্দেশ্য একটাই—অন্যান্য বছরের মতো এবারও সভা শেষের কয়েক ঘণ্টার মধ্যে শহরের রাস্তাঘাট সব সাফসুতরো করে দেওয়া।