সংবাদদাতা, বারুইপুর: রবিবার কুলতলির দেউলবাড়িতে পুকুরে মাছচাষকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় উভয়পক্ষের তিনজন আহত হন। কুলতলি থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সিরাজুল মোল্লার পরিবারের সঙ্গে রফিকুল মোল্লার পরিবারের বিরোধ বাঁধে। রফিকুলের বক্তব্য, পুকুর আমাদের। কিন্তু সিরাজুলের পরিবার পুকুরে জাল ফেলে মাছ চাষ করছে। এর প্রতিবাদ করায় হামলা চালানো হয়। অন্যদিকে, সিরাজুলের বক্তব্য, পুকুর আমাদের। তাই মাছ চাষ করা হচ্ছে। কিন্তু এই কাজে বাধা দিয়ে আমার পরিবারের উপর হামলা চালানো হয়েছে।