নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রতারণার দু’টি চক্রের হদিশ পেল বারাসত সাইবার থানা। রাজস্থান ও উত্তরপ্রদেশ থেকে দু’জন প্রতারককে গ্রেপ্তার করল পুলিস। তাদের মধ্যে একজন হল গিরীশ কুমার। তার বাড়ি রাজস্থানের জয়পুরে। অপর অভিযুক্তের নাম খলিল খান। সে থাকে উত্তরপ্রদেশের মথুরায়। ধৃতদের শনিবার বারাসত আদালতে তুললে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বছর ২ আগস্ট বারাসত সাইবার থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন মধ্যমগ্রামের বাসিন্দা রঞ্জনকুমার ঘোষ। অনলাইনে ইনভেস্ট করলে মোটা টাকা লভ্যাংশ পাওয়া যাবে বলে টোপ দিয়েছিল গিরীশ। কথা মতো ধাপেধাপে ১৯ লক্ষ ৭৮ হাজার ২০০ টাকা রঞ্জন তাকে পাঠান। তারপর আর কোনও টাকা ফেরত পাননি। পরে, প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বারাসত সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অন্যদিকে, অনলাইনে হোটেল বুকিংয়ের নাম করে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করেছিল খলিল খান। বারাসতের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ওই প্রতারণা চক্রের খপ্পরে পড়ে মোটা টাকা খোয়ান। বেড়াতে গিয়ে তিনি বুকিং করা হোটেলের সন্ধান পাননি। বাড়ি ফিরে তিনি বারাসত সাইবার থানায় অভিযোগ দায়ের করেন গত বছর নভেম্বর মাসে। পৃথক দু’টি ঘটনার তদন্তে নামে পুলিস। তদন্তকারী অফিসার বিজু ওরাং ও সরবিন্দু সামন্তের নেতৃত্বে উত্তরপ্রদেশ ও রাজস্থানে চলে অভিযান। সেখান থেকে দুই প্রতারককে গ্রেপ্তার করে ট্রানজিড রিমান্ডে আনা হয় বারাসতে। পুলিস জানিয়েছে, ধৃতদের জেরা করে প্রতারণার টাকা ফেরানোর প্রক্রিয়া চলছে। নিজস্ব চিত্র