ধীরগতিতে চলছে কাজ, ৫ বছরেও শেষ হয়নি সোনারপুর থানার নয়া ভবনের নির্মাণ
বর্তমান | ২১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পাঁচ বছর কেটে গিয়েছে। এখনও শেষ হল না সোনারপুর থানার নয়া ভবন নির্মাণের কাজ। করোনার জন্য মাঝে দুই বছর কাজ প্রায় বন্ধ ছিল। কিন্তু তারপরও একটা ভবন তৈরি করতে কেন এতদিন লাগছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে পুরনো সোনারপুর থানার ভবনের হাল বেশ খারাপ। বর্ষায় ছাদ চুঁইয়ে জল পড়ে। তাতে কাগজপত্র ভিজে যাচ্ছে। দরকারি নথি বৃষ্টির জল থেকে বাঁচাতে কখনও ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়। কখনও যে অংশ থেকে জল পড়ে, তার নীচ থেকে সব কাগজপত্র সরিয়ে ফেলা হয়। জানা গিয়েছে, আর্থিক সমস্যার কারণেই ধীরগতিতে চলছে নতুন ভবনের কাজ। কবে কাজ শেষ হবে, জোর গলায় তা কেউ বলতেও পারছেন না। পুলিসকর্তাদের দাবি, এখনও ২০ শতাংশ কাজ বাকি।
রাজপুর ফাঁড়ির গলিতে এই নয়া ভবন তৈরি হচ্ছে। তাতে পুলিসকর্মীদের থাকার বারাকও রয়েছে। এই সুবিধা বর্তমান থানার ভবনে নেই। সেটি চলে ভাড়াবাড়িতে। বহুদিন ওই বাড়ির রক্ষণাবেক্ষণ হয়নি বলে ক্রমশ বেহাল অবস্থা হয়েছে। নয়া ভবনের কাজ অনেকটাই শেষ। তবে এখনও যেটুকু কাজ বাকি, তাতে হিসেব মতো আরও ছয় মাস লাগার কথা। কিন্তু যে গতিতে নির্মাণ হচ্ছে, তাতে আরও বেশি সময় লেগে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে বারুইপুর পুলিস জেলার সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, এই নির্মাণের দায়িত্বে আছে পুলিস হাউজিং বোর্ড। আমরা তাদের বিষয়টি জানিয়েছি। আশা করছি তারা শীঘ্রই বাকি কাজের অর্থ বরাদ্দ করে দেবে। নিজস্ব চিত্র