• বেহাল দশায় পড়ে শতাধিক রাস্তা বর্ষা মিটলেই মেরামত বারাকপুরে
    বর্তমান | ২১ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত কয়েক মাস ধরে বারাকপুর শহরের বিভিন্ন রাস্তার হাল বেহাল। বিশেষত বারাকপুর-বারাসাত রোড, ওল্ড ক্যালকাটা রোড, সেন্ট্রাল রোড, হরিসভা রোড, পাইপ রোড, বারাকপুর উড়ালপুল সংলগ্ন রাস্তার হাল খারাপ। পথের অধিকাংশ অংশে পিচ উঠে গিয়েছে। তৈরি হয়েছে বড় আকারের গর্ত। খানাখন্দে ভারা রাস্তায় একটু বৃষ্টি হলেই দাঁড়িয়ে যাচ্ছে জল। গাড়ি চলাচল করলে পথচারীদের দুর্গতির শেষ নেই। 

    লালকুঠির উড়ালপুল থেকে নেমে বারাকপুর স্টেশন যাওয়ার রাস্তায় যাতায়াত খুবই সমস্যার হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ নাগরিকদের। বড় আকারের গর্ত সর্বত্র। এছাড়া চিড়িয়ামোড়ের পাইপ রোড দিয়ে গাড়ি চলাচল হয়ে দাঁড়িয়েছে মুশকিলের। ভাঙা রাস্তা নিয়ে বারাকপুর পুরসভা সমীক্ষা চালিয়েছিল। রিপোর্টে উঠে এসেছে, ছোট-বড় মিলিয়ে কমপক্ষে একশোটি রাস্তা অবিলম্বে মেরামত করা দরকার। কাউন্সিলররা পথের বেহাল দশার কথা পুর কর্তৃপক্ষকে জানিয়েছেন। ওল্ড ক্যালকাটা রোডে রাস্তার বেহাল দশার অভিযোগে মানুষ পোস্টার পর্যন্ত সাঁটিয়েছে। প্রকাশ্যে হয়েছে বিক্ষোভ প্রদর্শন। 

    এরপর রাস্তাটি পূর্তদপ্তর মেরামত করবে বলে সিদ্ধান্ত হয়েছে। তৈরি হয়েছে ডিপিআর। এছাড়া বাকি কোন রাস্তাগুলি মেরামত করা হবে তার তালিকা তৈরি করছে বারাকপুর পুরসভার পূর্তবিভাগ। পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, ‘বৃষ্টিতে কিছু রাস্তার হাল খারাপ হয়ে গিয়েছে। আমরা ওল্ড ক্যালকাটা রোড তৈরি করে দিতে পূর্তদপ্তরকে অনুরোধ করেছি। তারা রাজি হয়েছে। বাকি রাস্তার তালিকা করছি। বর্ষা মিটলে পুজোর আগে সব রাস্তা মেরামত করা হবে। এর জন্য খরচ হবে ছ’কোটি টাকা। আশা করি পুজোর পর আর রাস্তা ভাঙা থাকবে না।’  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)