নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল বারাসত-বারাকপুর রোড। দীর্ঘদিন ধরেই এই রাস্তা বেহাল। ফলে যাতায়াত করতে গিয়ে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। রাস্তায় বড় বড় তৈরি হয়ে গিয়েছে গর্ত। এই বৃষ্টিতে সেখানেই জল দাঁড়িয়ে গিয়েছে। ফলে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে মানুষকে।
বারাসত শহরের উপর দিয়ে গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। হেলাবটতলায় এই জাতীয় সড়কের সঙ্গে জুড়েছে বারাসত-বারাকপুর রোড। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই রাস্তা ধরে বহু মানুষ অটো, ছোট গাড়ি বা বাইকে যাতায়াত করেন। এখান দিয়েই যাওয়া যায় হুগলির নানা প্রান্তে। অপর প্রান্তের মানুষও বারাসতে আসেন এই রাস্তায়। এখানেনেই রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই এই রাস্তায় সারাবছরই মানুষের যথেষ্ট চাপ থাকে। সন্ধ্যা হলেই ছোট বা বড় গাড়ির চাপ বেড়ে যায়। ফলে খানাখন্দে ভরা রাস্তায় মানুষের যাতায়াত করা কঠিন হয়ে গিয়েছে। টালিখোলা, পান্নাঝিল, শালবাগান, ইছাপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তা বেহাল। বারাসত শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকায় এই রাস্তার অবস্থা আরও করুণ।
স্থানীয় বাসিন্দা দেবদাস চক্রবর্তী বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কের হাল এমন হলে মানুষ যাতায়াত করবে কী করে? এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরেই চলছে। এক্ষেত্রে প্রশাসনের নজরদারি জরুরি। কলেজ পড়ুয়া ঋতু মল্লিক বলেন, বর্তমানে বারাসত-বারাকপুর রোডে চলাচল করাই দায়। বর্ষাকালে তো কথাই নেই! আমরা চাই, এই রাস্তা তাড়াতাড়ি সারাই করা হোক। এ নিয়ে জেলা প্রশাসনের কর্তা জানান, রাস্তাটি পূর্তদপ্তরের। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব চিত্র