ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খানকে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাবু খান ওরফে হাসা। শনিবার রাতে তাকে ধরা হয় ভাঙড়ের শানপুকুর দক্ষিণপাড়া থেকে। তদন্তকারীরা জানান, ঘটনার দিন বাবু ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং রাজ্জাককে চপার দিয়ে কুপিয়েছিল। তাকে রবিবার বারুইপুর আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ হয়।ঘটনার পরে দশ দিন ধরে বাবু বার বার ঠিকানা বদলে ঘটকপুকুর, জিরেনগাছা ও পলাশিয়া এলাকায়থাকছিল। মাঝেমধ্যে মোবাইল চালু করলেও সঙ্গে সঙ্গেই তাব ন্ধ করে দিত বলে জানিয়েছে পুলিশ। টাওয়ার লোকেশন ও বিভিন্ন সূত্র ধরে অবশেষে তাকে ধরা সম্ভব হয়। এই নিয়ে ওই ঘটনায়মোট আট জন ধরা পড়ল। এর মধ্যে মূল চক্রী মোফাজ্জেল মোল্লা, আজহারউদ্দিন মোল্লা ও রাজু মোল্লাও রয়েছে। রাজুকে জেরা করে পুলিশ একটি পাইপগানউদ্ধার করেছে, যা তার বাড়ির পাশের গোয়ালঘরে লুকনোছিল। পুলিশের দাবি, ওই আগ্নেয়াস্ত্র থেকেই রাজুকে গুলি করা হয়েছিল।