• কারখানা বন্ধে বাম নেতা অনিল অভিযুক্ত
    আনন্দবাজার | ২১ জুলাই ২০২৫
  • রেলশহর খড়্গপুরের একটি কারখানা বন্ধ করায় অভিযুক্ত হলেন বৃদ্ধ বাম নেতা অনিল দাস। ১১ জুলাই একটি শিল্পগোষ্ঠীর করা মামলায় ১৭ জন অভিযুক্তের মধ্যে নাম রয়েছে অনিলেরও।

    গত ৩০ জুন অনিলকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। বেবি পাল্টা অভিযোগ করেছিলেন, একটি শিল্পসংস্থায় চাকরি করে দেওয়ার নাম করে তাঁর পরিচিতদের কাছ থেকে নাকি টাকা নিয়েছিলেন অনিল। ঘটনাচক্রে ওই শিল্পসংস্থাই অনিলের বিরুদ্ধে অভিযোগ করেছে। যদিও শুধু অনিল নন, রাজ্য সরকার, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মহকুমাশাসক, পুরপ্রধান, জনজাগরণ কমিটি, মহম্মদ আসলাম, শেখ আলম আহমেদ, অনিল-সহ ১৭ জনকে বিবাদী করে কলকাতা হাই কোর্টে মামলা করেছে ওই শিল্পগোষ্ঠী। অনিল বলেন, ‘‘প্রশাসনের সঙ্গে সমঝোতা করেই এই মামলা করা হয়েছে বলে মনে হচ্ছে। প্রশাসনকে বিবাদী করা হয়েছে যাতে শুনানির মাধ্যমে কারখানা করার অনুমতি ওরা (বাদী মেটালিক্স গোষ্ঠী) বার করে নিতে পারে।’’ খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোকরাও বলেন, ‘‘আমরা এই মামলার নথি এখনও গ্রহণ করিনি। তাই কী রয়েছে বলতে পারব না। তবে আমরা কারখানা খোলার জন্য চেষ্টাও করেছি। তবে এটা সম্পূর্ণ ওই শিল্পগোষ্ঠী ও আন্দোলনকারীদের টানাপড়েন৷’’
  • Link to this news (আনন্দবাজার)