• সমাজের সব অংশকে ধরতে উদ্যোগী বিজেপি
    আনন্দবাজার | ২১ জুলাই ২০২৫
  • সব ঠিক থাকলে রাজ্যে বিধানসভা ভোটের আর এক বছরও বাকি নেই। সে দিকে তাকিয়ে এ বার আর্থ-সামাজিক ভাবে বিভিন্ন ক্ষেত্রের নাগরিকদের কাছে পৌঁছতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, দলীয় বৈঠকে এই নিয়ে আলোচনাও হয়েছে। প্রসঙ্গত, দলের অভ্যন্তরীণ মূল্যায়ন, গত বিধানসভা ভোটের আগে সমাজের সব স্তরের কাছে ঠিক ভাবে পৌঁছনো যায়নি। এই বারেও তেমনটা যাতে না-হয়, সেই জন্যই এমন পরিকল্পনা বলে দাবি।

    বিধাননগরে বিজেপির কার্যালয়ে শনি ও রবিবার, দু’দিনের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে প্রমুখ। সূত্রের খবর, বৈঠকে সমাজের সব স্তরের কাছে পৌঁছতে আর্থ-সামাজিক এবং পেশাভিত্তিক বিভিন্ন মানদণ্ডের উপরে নির্ভর করে নাগরিকদের বিভিন্ন অংশের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। সমাজের বিভিন্ন অংশ-বিশেষে দলের বার্তা পৌঁছে দিতে নেতাদের দায়িত্ব ভাগও করে দেওয়া হয়েছে।

    বিজেপির দাবি, রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে ভোটার তালিকায় বহু ‘ভিন-দেশি’ নাগরিকের নাম রয়েছে। সেই নামগুলি যাতে বাদ যায় এবং সব বৈধ ভোটারের নাম যাতে তালিকায় থাকে, তা নিশ্চিত করতে বুথকর্মীদের নজর দেওয়ার কথা বলা হয়েছে বৈঠকে। পাশাপাশি, বুথ কমিটি যাচাইয়ের কাজ গুরুত্ব-সহ করা এবং বুথ লেবল এজেন্ট ঠিক করার কাজ শুরুর বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)