শহিদ সমাবেশের আগে ফেসবুকে নিজের বার্তা শেয়ার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, ‘শহিদ দিবসে আমরা স্মরণ করি: বুলেট শরীরকে হত্যা করতে পারে, কিন্তু বিশ্বাসকে নয়। স্বৈরাচার বাংলার চেতনাকে চূর্ণ করতে পারে না। ১৯৯৩ সালে ১৩ জন সাহসী মানুষ শহিদ হয়েছিলেন — ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের নীতির জন্য। তাঁদের সাহস এমন একটি আন্দোলন তৈরি করেছিল, যা আমাদের রাষ্ট্র ও জাতির ভাগ্য গঠন করেছিল। আমাদের অঙ্গীকার — গণতন্ত্র এবং মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য। ঐক্যের সাথে ঘৃণার মুখোমুখি হওয়ার জন্য। যারা আমাদের সংবিধান ভেঙে ফেলার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে অটলভাবে দাঁড়ানোর জন্য।’
তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশের লাইভ সম্প্রচার করা হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে। কোথায় দেখবেন লাইভ?
AITC ফেসবুক পেজ: https://www.facebook.com/share/16gQytoSed/?mibextid=wwXIfr
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ: https://www.facebook.com/share/1ZAGkGWR1p/?mibextid=wwXIfr
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ: https://www.facebook.com/share/1ASvzZpu5S/?mibextid=wwXIfr
AITC X (টুইটার) হ্যান্ডেল: https://x.com/aitcofficial?s=21
AITC ইউটিউব চ্যানেল: https://youtube.com/@aitcofficialyoutube?si=uZOwmiSWLAQYReii
বন্যা কবলিত ঘাটাল থেকে নৌকা ও ডিঙি চড়ে ধর্মতলার উদ্দেশে তৃণমূলের কর্মী সমর্থকরা। বন্যার জলে ডুবে রয়েছে ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড-সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নদীর জলস্তর কমার সঙ্গে সঙ্গে প্লাবিত ঘাটাল থেকে ধীরগতিতে কমছে বন্যার জল। ঘাটাল পুরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড-সহ জলমগ্ন এখনও একাধিক ওয়ার্ড। বাড়ি থেকে নৌকা ও ডিঙি চড়ে ঘাটালের আড়গোড়া এলাকা থেকে বাসে করে ধর্মতলার উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। নৌকায় চড়ে দলীয় পতাকা হাতে ঝুমি নদী পেরিয়ে বন্যা কবলিত ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও ধর্মতলার উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
তৃণমূলের ফেসবুক হ্যান্ডলে সকালেই শহিদ স্মরণ করে বার্তা দেওয়া হয়েছে। ফেসবুকে লেখা হয়েছে, ‘আজকের শহিদ দিবসে আমরা স্মরণ করি সেই ১৩টি নিরীহ প্রাণকে, যাঁদের পৈশাচিকভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। কারণ তাঁরা স্বাধীনভাবে ভোটাধিকার চেয়েছিল। সেই গুলির লক্ষ্য ছিল এক প্রজন্মকে ভয় দেখানো, মুখ বন্ধ করে দেওয়া। কিন্তু তা জন্ম দিয়েছিল এক স্বতঃস্ফূর্ত বিপ্লবের। আজ, যখন বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তখন আবারও বর্তমান স্বৈরাচারী জমিদাররা চেষ্টা করছে কণ্ঠরোধ করতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করতে এবং সংবিধানকে এক প্রহসনে পরিণত করতে।’
সব মিছিল আজ ধর্মতলামুখী। ইতিমধ্যেই শিয়ালদহ থেকে একটি মিছিল ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছে। মিছিলের কারণে মৌলালির রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যান চলাচল নিয়ন্ত্রণ করে ধাপে ধাপে মিছিল এগোচ্ছে।
হাইকোর্টের নির্দেশে কলকাতার রাস্তায় আজ, সোমবার যানজট নিয়ন্ত্রণের নির্দেশ রয়েছে। একাধিক রাস্তায় ইতিমধ্যেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ধর্মতলা, রাজভবনের দিক থেকে মা উড়ালপুরের দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
আগামী বছরের বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য, বিরোধীদের পর্যুদস্ত করে নবান্নের মসনদ আবারও নিজেদের দখলে রাখা। এই লক্ষ্য পূরণের ক্ষেত্রে কোন কোন অস্ত্রে লড়বে জোড়াফুল শিবির? সেই দিশাই আজ দেখাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অপেক্ষাতেই কর্মী সমর্থকেরা।