ফের ওডিশা। এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা। হোটেলে নৈশভোজে আমন্ত্রণ করে ওই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। ঘটনায় এক কংগ্রেস ছাত্রনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে বোমা বিস্ফোরণের মামলা দোষী সাব্যস্ত ১২ জনকেই বেকসুর খালাস করে দিল বম্বে হাইকোর্ট।
মধ্যমগ্রামে পথ দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছিল,পরবর্তীতে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। নিহত দু’জনের নাম এস কে কাসেদ (২৫), দ্বিতীয় জন জিয়ারুল রহমান (৩৮)। দ্বিতীয় জনের মৃত্যুর খবর পাওয়ার পরই উত্তেজিত জনতা মধ্যমগ্রাম থানায় ভাঙচুর চালায়।
ভারী বৃষ্টিতে জম্মু-কাশ্মীরে ধস। বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধস নামায় সমস্যায় পুণ্যার্থীরা। আটকে পড়েছেন অনেকে বলে আশঙ্কা।
শ্রাবণের প্রথম সোমবারে দেশের বিভিন্ন প্রান্তে শিবমন্দিরে উপচে পড়া ভিড়। ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরেও লম্বা লাইন ভক্তদের।
বিভিন্ন জেলা থেকে যে কর্মী-সমর্থকেরা ধর্মতলার উদ্দেশে যাচ্ছেন তাঁদের জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থা কোলাঘাটে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া দলীয় কর্মীদের গাড়িতে পানীয় জল ও শুকনো খাবার তুলে দিচ্ছেন তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকেরা।
সাতসকালে মধ্যমগ্রামে পথ দুর্ঘটনায় মৃত ১। মৃতের নাম এস কে কাসিদ (২৫)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আহতের নাম জিয়ারুল রহমান (৩৮)। তিনি আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের যশোর রোডে। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছেন।
একুশে জুলাই সকালে প্রথম লঞ্চ হাওড়া জেটিঘাট থেকে শহিদ সমাবেশের উদ্দেশে রওনা দিল। বিভিন্ন জেলা থেকে আগত প্রচুর কর্মী সমর্থকরা সমাবেশের উদ্দেশে হাওড়া স্টেশনে এসে পৌঁছন এবং এখান থেকেই লঞ্চের মাধ্যমে তাঁরা ধর্মতলার উদ্দেশে রওনা দেন।
বর্ধমান স্টেশনে ভোর থেকেই ভিড় তৃণমূল কর্মী-সমর্থকদের। তাঁদের জন্য বিধায়ক খোকন দাসের নেতৃত্বে স্টেশন চত্বরে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। এই কেন্দ্র থেকেই দলীয় ব্যাচ সংগ্রহ করে ধর্মতলার পথে রওনা দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি সড়ক পথেও রওনা দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলা অভিমুখে যাত্রা তৃণমূল কর্মী-সমর্থকদের। সড়কপথ, ট্রেন পথ এমনকী জল পথেও অনেকেই যাচ্ছেন একুশের সভায় ৷ সকাল সকাল শিল্প শহর হলদিয়ায় মিছিল করে মঞ্জুশ্রীতে জড়ো হয়ে বাসে ও গাড়িতে করে কলকাতায় রওনা দেন অনেকে। অন্যদিকে, হলদিয়া থেকে ট্রেনে চেপেও অনেকেই যাচ্ছেন। হলদিয়ার পাশাপাশি কাঁথি, নন্দকুমার, তমলুক প্রভৃতি এলাকা থেকে বড় গাড়ি, ছোট গাড়ি করেও ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন অনেকে।
২১ জুলাই দলবদলের জল্পনায় জল ঢেলে খড়গপুরে আজ ‘শহিদ শ্রদ্ধাঞ্জলি সভা’-র আয়োজন করেছেন দিলীপ ঘোষ। রবিবার রাতেই খড়্গপুর শহরে পৌঁছন তিনি। ‘রাজনৈতিক হিংসার কারণে’ তৃণমূল সরকারের শাসনকালে দলের যে সব কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের শ্রদ্ধা জানাতে এই সভার আয়োজন করেছেন দিলীপ।
আজ উত্তরে বিজেপির কর্মসূচি। বিজেপির যুব সংগঠনের ডাকে ‘উত্তরকন্যা অভিযান’। উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, সারা রাজ্যে অরাজকতা ও নারী নির্যাতনের প্রতিবাদে শিলিগুড়িতে এই কর্মসূচির আয়োজন করেছে বিজেপি যুব মোর্চা। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে সকাল ১০টা থেকে শুরু হবে বিজেপির জমায়েত। সেখানে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ৭টা থেকেই বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ শুরু হবে। ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে শহরে। একাধিক রুটে মিছিল আসার কারণে ধর্মতলা সংলগ্ন একাধিক জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না। যানজটে জেরবার হলে ১০৭৩, ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সকাল থেকেই ধর্মতলা চত্বর সরগরম। ভোর থেকেই সভা চত্বরে ভিড় জমিয়েছেন কর্মী সমর্থকেরা। শিয়ালদহ ও হাওড়া স্টেশন-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে কর্মী সমর্থকেরা আসছেন ধর্মতলা চত্বরে।