আজ, তৃণমূলের শহিদ দিবসে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল হাওয়া অফিস..
বর্তমান | ২১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার শহরের বুকে রয়েছে তৃণমূল কংগ্রেসের শহিদ তর্পণ। সেই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিড় বাড়ছে শহরে। এদিন শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ মেঘ ধেয়ে আসছে শহরের দিকে। সেই কারণেই নিম্নচাপ না থাকা সত্ত্বেও বৃষ্টি হচ্ছে শহরে। আজ, সোমবারও শহরে হাল্কা থেকে মাঝারি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তাই এদিন তৃণমূলের শহিদ সমাবেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকাল থেকে শহরে রোদ দেখা দিলেও বেলায় মেঘলা হওয়ার পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ৮.৬ মিমি বৃষ্টি হয়েছে।