রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন! মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকারীকে বললেন প্রধান বিচারপতি গবই
আনন্দবাজার | ২১ জুলাই ২০২৫
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলায় সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বিআর গবইয়ের মন্তব্য, ‘‘রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন। কোর্টকে রাজনীতিকরণ করবেন না।’’
স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন ওই মামলাটি দায়ের করেছে। মামলাকারীর আইনজীবী সোমবার সওয়াল করে জানান, মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হোক। অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। ওই সওয়ালের পরেই প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘আপনি নিশ্চিত, যে অনুমতি পাবেন? কোর্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।’’ চার সপ্তাহ পরে মামলাটির শুনানি।
চলতি বছর গত ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে রাজ্যের ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। ওই রায় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। অভিযোগ, সে দিন মামলার রায় এবং বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, যা আদালত অবমাননার শামিল। ওই মর্মে গত ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সূত্রের খবর, মামলাকারীর তরফে গত শনিবার ওই মামলার তথ্য, নথি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মমতার বক্তব্যের ইংরেজি অনুবাদ জমা দিয়েছেন। সোমবার সেই মামলা শোনে প্রধান বিচারপতি গবইয়ের বেঞ্চ। সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়া। চার সপ্তাহ পরে আবার মামলার শুনানি।