একটা যুগের অবসান। এক সংগ্রামী চেতনার অবসান। প্রয়াত প্রখ্যাত বামপন্থী চিন্তাবিদ তথা নকশালবাড়ি আন্দোলনের প্রথম সারির নেতা আজিজুল হক। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁকে ভর্তি করা হয়েছিল বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে। রবিবার থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রক্তে সংক্রমণের মাত্রা বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছিল। ভেন্টিলেশনের সাপোর্টে রাখতে হয়েছিল। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ওই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিস্তারিত আসছে...