• 'বাঙালি অস্মিতা'ই ছাব্বিশের স্ট্র্যাটেজি? প্রত্যেক শনি-রবি বড় কর্মসূচির ঘোষণা মমতার
    আজ তক | ২১ জুলাই ২০২৫
  • ভিনরাজ্যে বাংলা বললেই হেনস্তার অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি। সেই ইস্যুতে শহিদ দিবসের মঞ্চ থেকে সরব হলেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর বক্তব্যের মূল সুর—বাংলা ভাষার মর্যাদা রক্ষা।

    মমতার অভিযোগ, বাংলায় কথা বললেই বহু মানুষকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে ডিটেনশন শিবিরে পাঠানো হচ্ছে। তিনি তালিকা হাতে বিজেপিকে নিশানা করে বলেন, 'বাংলায় কথা বলতে ভয় পান আপনারা? বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে জাতীয় সঙ্গীত।'

    তিনি আরও আক্রমণ শানিয়ে বলেন, 'অসম সামলাতে পারছেন না, বাংলায় নাক গলাচ্ছেন। আয়নায় নিজের মুখ দেখুন। বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়ছেন, এত বড় সাহস! পুলিশকে আঘাত করছেন, তাঁদের মা-বোনকে গালাগাল দিচ্ছেন, আপনাদের লজ্জা হয় না?'

    বাংলা ভাষার অপমানের প্রতিবাদে তিনি ঘোষণা করেন, '২৭ জুলাই অর্থাৎ নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার জেলায় জেলায় মিছিল-সভা করুন। কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে নাগরিক সমাজ ধরনায় বসুন। ভাষা রক্ষার শপথ নিন, ভাষার ওপর সন্ত্রাস মানব না, অনৈক্য মানব না।'

    ব্রিগেডের রেকর্ড ভিড়ের কথা উল্লেখ করে মমতা বলেন, 'একটা ব্রিগেড নয়, ১০টা ব্রিগেড হতে পারত। এ বার রেকর্ড ভিড় হয়েছে।' তিনি এও বলেন, 'আজকে ফাউন্ডেশন স্টোন উদ্বোধন করলাম দিল্লিকে উৎখাত করার। বাংলায় পরিবর্তন করতে গিয়ে দিল্লির সরকার পরিবর্তন হয়ে যাবে না তো!'

    বিজেপিকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এবার থেকে বিজেপির প্রোগ্রামের দিন আমাদেরও প্রোগ্রাম থাকবে। বিজেপির কথায় ভুলবেন না। নতুন খেলা শুরু হয়েছে। শহিদের চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। যে কুৎসা করছে, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল জবাব দেবে।'

    শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতার বার্তা স্পষ্ট, বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াই এখন থেকে হবে নিয়মিত। রাজনৈতিক মহলের মতে, এই আহ্বান শুধু বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই নয়, রাজ্যজুড়ে বাংলা ভাষা রক্ষার আবেগকে ভোটের রাজনীতিতে উস্কে দেওয়ার কৌশলও।

     
  • Link to this news (আজ তক)