নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির নেতারা এক সময়ে বাংলাতে এসে একটাই স্লোগান তুলত, ‘জয় শ্রী রাম’। কিন্তু এখন বলছে জয় মা কালী, জয় মা দুর্গা। ২০২৬ সালের নির্বাচনের পর ‘জয় বাংলা’ বলবে বিজেপির নেতারা। আজ, সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন শহিদ দিবসের অনুষ্ঠানে মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণ করেন অভিষেক। স্পষ্ট ভাষায় তিনি বলেন, বাংলায় বিজেপি হেরেছে বলে গাত্রদাহ হচ্ছে।তৃণমূল সাংসদ বলেন, ‘এখনও লড়াই অনেক বাকি। তৃণমূলের মতো কর্মী বিজেপিতে নেই, একশো বছরেও তৈরি হবে না। বাংলায় জিততে পারেনি বলে এত গাত্রদাহ বিজেপির। ডায়মন্ড হারবারের সভা থেকে বলেছিলাম বিজেপি আগামীর নির্বাচনে ৫০ পেরোবে না। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না। কিন্তু সেই একই কথা আজও বলছি। ২০২৬-এর নির্বাচনে বিজেপি ৫০টির বেশি আসন পাবে না। মানুষের উপর আস্থা রেখে ভবিষ্যতের কথা বলছি।’ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা জুটছে বাঙালিদের। গ্রেপ্তার করছে পুলিস। অপমান ও হেনস্তা করা হচ্ছে বাঙালিদের। তার বিরুদ্ধে আন্দোলন হবে বলে স্পষ্ট জানিয়েছেন অভিষেক। এদিন তৃণমূল নেতা বলেন, ‘দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব। বাংলার মানুষের অপমান সহ্য করব না। আমরা একশোবার বাংলায় কথা বলব। আমরা যত বাংলায় কথা বলব, এঁদের গায়ে জ্বালা হবে তত। আগে বলতো জয় শ্রী রাম, এখন বলছে জয় মা কালী, জয় মা দুর্গা। আজ ২১ জুলাই, আপনাদের সামনে বলে রাখছি, ২০২৬-এর পর এই বিজেপিকে দিয়েই ‘জয় বাংলা’ বলাব। ২০২১-এ বলেছিলাম খেলা হবে। এ বার বলছি পদ্মফুলকে উপড়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে। আমরা আত্মসমপর্ণ করব না। দরকার হলে সংসদে আমরা সবাই বাংলায় কথা বলব। আপনারা সবাই দেশের নাগরিক। দেশের নাগরিকের ছাড়পত্র প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন দেবে না। এই মাটি আমার, আপনার।’একই সঙ্গে ভোট নিয়ে তৃণমূল কর্মীদের সতর্ক করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ‘তৃণমূল জিতছেই, এই রকম ভেবে আত্মতুষ্টিতে ভুগবেন না। আমাদের সবাইকে লড়তে হবে। এক ইঞ্চিও জমি বিজেপিকে ছাড়া যাবে না।’