বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালিদের অপমান, একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মমতা
বর্তমান | ২১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ তর্পণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উন্মাদনা ছিল। দু’দিন ধরেই পাহাড় থেকে জঙ্গলমহল, সব জেলার তৃণমূলের কর্মীরা আসছিলেন কলকাতাতে। লক্ষ্য একটাই দলনেত্রীর বক্তব্য শুনতে। শহিদ দিবসের মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হাতিয়ার করেই আগামী দিনে ভোটের ময়দানে লড়াইয়ের রসদ পাবেন তারা। সেইমতোই আজ, সোমবার লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল ধর্মতলায়। আর মঞ্চ থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজনীতির ময়দানে লড়াই হবে বিজেপির সঙ্গেই।ইস্যু স্পষ্ট, বাংলা ভাষা ও বাঙালিকে হেনস্তা ও অপমানের বিরুদ্ধে। যেভাবে বিগত কয়েকদিন ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান ও হেনস্তা করা হচ্ছে। বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরে দিচ্ছে। কাউকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধেই এবার লড়াই হবে বৃহত্তর আকারে। আর সেটা সীমাবন্ধ থাকবে না রাজ্যের আঙিনায়। দিল্লি পর্যন্ত যাবে সেই আন্দোলন ও প্রতিবাদের রেশ। এদিন একুশের সভামঞ্চ থেকে এটাই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বাংলার প্রতি বঞ্চনা, একশো দিনের কাজের টাকা, আবাস প্রকল্পের বরাদ্দ না দেওয়া ও ভোটার লিস্টে নির্বাচন কমিশনকে দিয়ে কারচুপির মতো বিষয়গুলি নিয়েই মাঠে নামছে তৃণমূল। তা একেবারে স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী।এদিন তিনি বলেন, ‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। এই মাটি দুর্জয় ঘাঁটি। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নই। মনে আছে সিঙ্গুর-নন্দীগ্রামের কথা? দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে। মতুয়া ভাইদের উপর অত্যাচার হচ্ছে, কী জবাব দেবে তার বিজেপি? যখন ওড়িশায় ছাত্রীর সম্মান নষ্ট হল, যখন ওড়িশার রাস্তায় ছাত্রীর গায়ে আগুন ধরানো হয়, তার উত্তর কে দেবে? উত্তর দিতে হবে। এই সংগ্রাম চলবে, সে দিন শেষ হবে যে দিন দিল্লিতে পরিবর্তন হবে। আর বামেদের কথা ছেড়ে দিন। ওদের মহাশূন্যে পাঠাতে হবে। একসময় বলতো, বাংলায় নাকি আমি দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দিই না। এখন আপনাদের ‘জয় মা দুর্গা’ বলতে হচ্ছে। আমি জগন্নাথ ধাম করেছি, বাংলায় দুর্গা অঙ্গন করে দেব।’নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিহারে ৪০ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাতেও করতে চাইছে। এটা করলে আমরা ঘেরাও কর্মসূচি করব। নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। আমরা এটা কিছুতেই হতে দেব না। গোটা বাংলা জুড়ে ঘেরাও কর্মসূচি হবে। প্রয়োজনে দিল্লিতেও আন্দোলন হবে।’