নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাত সকালেই মধ্যমগ্রামে পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু হল। মৃতের নাম এসকে কাসেদ(২৫)। জখম জিয়ারুল রহমান নামের অপর বাইক আরোহী। মাছ ভর্তি পিক আপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে তাদের বাইকের। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অপর বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয় মৃতের পরিবারের লোকজন। মধ্যমগ্রামে থাকা ট্রাফিক পুলিসের কিয়স্কে ভাঙচুর চালায় তারা।তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার অতীশ বিশ্বাস, এসডিপিও অজিঙ্কে বিদ্যাগর আনন্ত সহ বিশাল র্যাফ। দুর্ঘটনাস্থল থেকে বাইক ও পিক আপ ভ্যানটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাইকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই মুহূর্তে থানায় রয়েছেন মৃতের পরিবারের লোকজন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।