• প্রাণ কাড়ল রিলসের নেশা! মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
    প্রতিদিন | ২১ জুলাই ২০২৫
  • শাহজাদ হোসেন, ফরাক্কা: রিলসের নেশা প্রাণ কাড়ল যুবকের! মোবাইলে ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কা মৃত্যু হল যুবকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুজনিপারা রেলস্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    আজ, সোমবার সকালে মুর্শিদাবাদের সুজনিপারা এবং নিমতিতা রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় রিলস বানাছিলেন এক যুবক। পিছনে আসছিল ডাউন মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। বারবার হর্ণ দিলেও তা  শুনতে পাননি যুবক। লাইন থেকে সরেননি যুবক। ট্রেন গতিতে থাকায় চালক ব্রেক কষতে পারেনি। ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে এলাকায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরপর দাঁড়িয়ে যায় ট্রেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ম মেনে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে মৃতের নাম পরিচয় কিছু জানা যায়নি।

    যুবক-যুবতীর মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে রিলস বানানোর নেশা বাড়ছে। এতে জীবনহানিও হচ্ছে। রেলের তরফ থেকে বারংবার সর্তক করা হলেও নতুন প্রজন্ম তা শুনছেন না বলে অভিযোগ। সস্তার জনপ্রিয়তা তাঁদের মরণের দিকে ঠেলে দিচ্ছে বলে মত রেল আধিকারিকদের।
  • Link to this news (প্রতিদিন)