• ‘দিদির আঁচলে নিরাপদ’, মমতার মুখ আঁকা শাড়ি পরে দুর্গাপুর থেকে ধর্মতলামুখী মহিলা ব্রিগেড
    প্রতিদিন | ২১ জুলাই ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আর জি কর থেকে কসবা ? রাজ্যে নারী নির্যাতন নিয়ে বারবার অভিযোগ করেছে বিরোধীরা। তবে সে অভিযোগ যে অন্তঃসারশূন্য, তা প্রমাণ করলেন খোদ মহিলারাই। দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের মহিলা ব্রিগেডের দাবি, তাঁরা ‘দিদি’র আঁচলে নিরাপদ। তাই মমতার মুখ আঁকা ছবি পরে ধর্মতলামুখী মহিলারা।

    শাড়ির রং সবুজ। সঙ্গে হলুদ পাড়। আঁচলে আঁকা মমতার মুখ। এই শাড়ি পরে ধর্মতলার উদ্দেশে রওনা দেন দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের মহিলা ব্রিগেড। তাঁরা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে। এবার আমরা তাঁকে অঙ্গে ধারণ করলাম। দিদির আঁচলে আমরা নিরাপদ। বিজেপির কাজ শুধু অপপ্রচার করা। এ রাজ্যের মায়েরা ও বোনেরা সম্পূর্ণ নিরাপদ।” বলে রাখা ভালো, গত শুক্রবার দুর্গাপুরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভামঞ্চ থেকে তিনি দাবি করেন, হাসপাতাল হোক কিংবা কলেজ রাজ্যের মহিলারা কোথাও সুরক্ষিত নন। তবে সে অভিযোগে যে কিছুই যা আসে না, তাই যেন প্রমাণ পেল মহিলা ব্রিগেডের কথায়।

    প্রসঙ্গত, আবেগের নাম একুশে জুলাই (21 July Shahid Diwas)। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট, শহিদ স্মরণ। সকাল থেকেই সরগরম গোটা চত্বর। ‘দিদি’ তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাত থেকে একটু একটু করে জমায়েত করতে শুরু করেছেন দলের কর্মী, সমর্থকরা। আমজনতার ভিড়ও কম নয়। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে আগ্রহী সকলে। এমন হাইভোল্টেজ সভার জন্য ধর্মতলা চত্বর-সহ গোটা কলকাতাই নিরাপত্তা বলয়ে মোড়া। রাস্তায় রাস্তায় পুলিশি টহল। যানবাহনও নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে। সময় যত গড়াচ্ছে ততই লাখ লাখ মানুষ ভিড় জমাচ্ছেন সমাবেশস্থলে।
  • Link to this news (প্রতিদিন)